Select Page

৫ মে’র আগে পাঠানের সেন্সর সম্ভব নয়

৫ মে’র আগে পাঠানের সেন্সর সম্ভব নয়

আমদানিকারক অনন্য মামুন কোনোভাবে পেছাতে না চাইলেও ফের জটিলতার মুখে হিন্দি ছবি ‘পাঠান’। ৫ মে মুক্তির কথা থাকলেও তার আগে সেন্সর ছাড়পত্র পাওয়া সম্ভব নয় সিনেমাটির।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার (২ মে) সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও ছবিটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি।

সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু নিশ্চিত করলেন, ৫ মে ‘পাঠান’ মুক্তি সম্ভব নয়। কেননা ছবিটি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি। খসরু বলেন, “আগামীকাল (৩ মে) দুটি ছবির শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। তালিকায় ‘পাঠান’ নেই। এরপর বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।”

এই প্রযোজক ও চলচ্চিত্র নেতা আরও জানান, এক সপ্তাহ পিছিয়ে ‘পাঠান’ আগামী ১২ মে মুক্তি পেতে পারে।

‘পাঠান’ মুক্তি নিয়ে আলোচনার মধ্যে গত রোববার (৩০ এপ্রিল) ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ঈদে মুক্তিপ্রাপ্ত আট সিনেমার পরিচালকেরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ‘লোকাল’ সিনেমার পরিচালক সাইফ চন্দন বলেন, ঈদের প্রতিটি ছবিই কমবেশি দর্শক টানছে। এগুলোকে ভালোভাবে ব্যবসা করতে হলে তিন-চার সপ্তাহ সিনেমা হলে চালাতে দেওয়া উচিত। ফলে ‘পাঠান’ সিনেমাটি দুই-তিন সপ্তাহ পর মুক্তি পেলে ভালো।

তবে পরিচালকদের দাবি মানতে নারাজ অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, “সরকারের পক্ষ থেকে ‘পাঠান’ মুক্তি নিয়ে একটা সময় বেঁধে দেওয়া হয়। ঈদের সপ্তাহ চলে গেছে। পরের সপ্তাহও যাচ্ছে। এভাবে চলতে থাকলে কেমনে কি! আমাদের এটা কি ছবি নয়? সরকারকে ভ্যাট-ট্যাক্স সবই দিয়েছি। এই ছবির জন্য সরকারকে সাত লাখ টাকার মতো ভ্যাট দিয়েছি। ঈদের আর সব ছবি মিলে তো সাত লাখ টাকা ভ্যাট দিতে পারেনি। আমি তো সিনেমা এনেছি ফ্রিজে রাখার জন্য নয়। রিলিজ দেওয়ার জন্য এনেছি।”

বহু বছর দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল। তবে অনন্য মামুনের আবেদনের প্রেক্ষিতে ফের বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এবং সবশেষে গত ১১ এপ্রিল সরকার ঘোষণা দেয় যে, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি ছবি আমদানি করা যাবে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো- আমদানিকৃত ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না।

সূত্র: প্রথম আলো ও বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন