দারুচিনি দ্বীপ, মম ও জরি
– বাবা, অনেকদিন হয় তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না। আমার সাথে একটু ভালো করে কথা বলো, বাবা। আদর করে একবার মাথায় হাত রাখো।
– মা রে, দারিদ্র্য গুণনাশিনী। দারিদ্র্য আমার ভালোবাসার ক্ষমতা নষ্ট করে ফেলেছে।
অসহায়, অথর্ব বাবার হারিয়ে যাওয়া স্নেহ পাবার ব্যাকুল আবদারে মধ্যবিত্ত মেয়ে জরির সরল গেটাপের জাকিয়া বারী মম যেন চরিত্রটিতে পুরোপুরি মিশেই অভিনয়টা করেছে।
সেও সরল রিয়াজও সরল। সরলে সরলে মিল হয়েছিল। রিয়াজকে সেও ভালোবাসে রিয়াজের মতোই নীরবে। একটু সুযোগ হলেই মমও কল্পনায় হারিয়ে যায় দারুচিনি দ্বীপের প্রবাল সৈকতে রাতের সমুদ্রে। ‘দূর দ্বীপবাসিনী’ গানের বিজিএম তখন বাজতে থাকে।
বান্ধবী বিন্দুর বাবা আসাদুজ্জামান নূর খাওয়ার টেবিলে বিদেশি হুইস্কি খাবে। কুড়ি বছরের অভ্যেস। পাশে বসা মম তাই নূর অস্বস্তি বোধ করছিলো এবং সেটা বলেও নেয়। মমর সরল উত্তর-‘আপনি খান, চাচা’। বড়র অভ্যাসকে সম্মানের চোখে দেখার বিষয়টিও ছিল মমর চরিত্রটির বিশেষত্ব।
বন্ধুরা দারুচিনি দ্বীপে যাবে, গান লিখেছে সমুদ্রকে নিয়ে মোশাররফ করিম সেটা পছন্দ হয়নি একজনের এ নিয়ে হট্টগোল বাঁধে। মম সবাইকে থামিয়ে নিজের কষ্টটা বলে। সে সবার সাথে শেষ আনন্দটা করতে চায় দারুচিনি দ্বীপে গিয়ে কারণ তার জীবনে কোনো আনন্দ নেই। এখানেও মমই আকর্ষণের কেন্দ্র এবং সেটি অসহায়ত্বে।
দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি/ দারুচিনিরও দেশে তুমি বিদেশিনী গো/ সুমন্দ ভাষিনী..
জনপ্রিয় এ নজরুল সঙ্গীতে ছবিতে বাকিদের সাথে মম নৃত্যপটিয়সী।
ফজলুর রহমান বাবুর সাথে মমর বিয়ে ঠিক করে তার পরিবার। ছেলে হিসেবে ভালো না। চলতি পথে রিকশাওয়ালাকে চড় মারে বাবু তখন মম বু্ঝে যায় ছেলেটিকে বিয়ে করা তার ঠিক হবে না। গাড়ি থেকে নামতে গেলে বাবু বাধা দেয় তখন মম চিৎকার করে লোক জড়ো করার কথা বলে। বাবু জিজ্ঞেস করে-‘কোথায় যাচ্ছ?’ মম বলে-‘দারুচিনি দ্বীপ’। দারুচিনি দ্বীপ তখন তার জন্য মুক্তির ঠিকানা।
শেষে এসে মমর চরিত্রের বিশেষত্ব আরো বাড়ে। বিয়ের আসর থেকে চাচী তাকে পালাতে সাহায্য করে কারণ ছেলেটা ভালো না। রিয়াজ ওদিকে চশমা হারিয়ে চোখে অন্ধকার দেখছে। মমর সামনে পড়লে মম হাত ধরে চলতে বলে। ব্যাগের ভেতর বাড়তি চশমা পাওয়া যাবে বলে কিন্তু রিয়াজ বলে তার মা মনে হয় না বাড়তি চশমা দিয়েছে। মমর জবাব-‘কোনো মা এত বড় ভুল করতে পারে না’। ব্যাগের ভেতর সত্যিই বাড়তি চশমা পাওয়া যায়। রিয়াজ চশমা চোখে মমকে দেখে অবাক কেন সে এত সুন্দর করে সেজেছে! বিয়ে হবার কথা ছিল হচ্ছে না তাই যেতে পারছে দারুচিনি দ্বীপে। রিয়াজের উত্তর-‘ভাগ্যিস, হয়নি!’
পুরো ছবিতে মম বা জরি নিজের অভিনয়ে, সরল উপস্থাপনায় বাকিদের থেকে এগিয়ে ছিল এভাবেই।