দীঘির না
মৃত মায়ের আশা পূরণ করতেই অভিনয়কে আপাতত না বলছে লিটল স্টার দীঘি।
মা অভিনেত্রী দোয়েলের স্বপ্ন ছিল দিঘী বড় হয়ে ডাক্তার হবে। মায়ের স্বপ্ন পূরণে আত্মপ্রত্যয়ী দীঘি তাই অভিনয়কে আপাতত ‘না’ বলছে।
স্কলাসটিকা স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ছে দিঘী। স্কুল থেকে ফিরে রাত অবধি কোচিং করতে হয়। পড়ালেখাতেই এখন তার মনোযোগ।
২০০৬ সালে কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয়ে আসে দিঘী। প্রথম অভিনয়েই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। তার পর ২০০৮ সালে ‘১ টাকার বউ’ এবং ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ চলচ্চিত্রের জন্য আবারও জাতীয় পুরস্কার লাভ করে। এ পর্যন্ত ১৮টি চলচ্চিত্রে অভিনয় করেছে দিঘী।
সুত্র: বাংলাদেশ প্রতিদিন