দুঃস্থ ও পথশিশুদের পাশে অনন্ত জলিল
শুক্রবার বিকেলে ‘সেভ দ্যা স্মাইল’ নামক একটি সংগঠনের আয়োজনে কমলাপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় গরিব, দুঃস্থ ও পথশিশুদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন ‘মোস্ট ওয়েলকাম’ তারকা অনন্ত জলিল। এ সময় একজন পঙ্গু ব্যক্তি নিজের সংগ্রহ করা অনন্ত জলিলের সবগুলো ছবি আর পোস্টার পকেট থেকে বের করে দেখান।
সেভ দ্যা স্মাইলের মুখপাত্র ইয়াসিন আহমেদ বলেন, ‘সেভ দ্যা স্মাইলের প্রতিটি সদস্য স্যার অনন্ত জলিলের কাছে কৃতজ্ঞ কারণ সেভ দ্যা স্মাইলের এই মহৎ উদ্যোগের সাথে আমরা স্যার অনন্ত জলিলকে পেয়েছি। যিনি আসলেই একজন নিবেদিত প্রাণ। আমরা স্যার অনন্ত জলিলের শুধু ভক্ত নই আমরা প্রতিটি সদস্য তার ফলোয়ার। আমরা নিজেদেরকে স্যার অনন্ত জলিলের আদর্শে গড়ে তুলতে চাই।’
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি ব্যাক্তিগতভাবে সবসময়ই চেষ্টা করি সমাজের অসহায়, গরীব, দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর। আমার এজে ফাউন্ডেশন সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত এবং প্রতিনিয়ত অসহায়, গরীব, দুঃস্থ মানুষদের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মহান আল্লাহতাআলার কাছে আমি কৃতজ্ঞ কারণ আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন এইসব মানুষদের পাশে দাঁড়ানোর। আমি সাধুবাদ জানাই সেভ দ্যা স্মাইল টিমকে যারা অক্লান্ত পরিশ্রম এবং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অসহায়, গরীব, দুঃস্থ মানুষদের জন্য কিছু করার। সমাজের বিত্তবান, সামর্থ্যবান প্রতিটি মানুষের কাছে আমার বিনীত আহ্বান থাকবে প্লিজ আপনার পাশে এরকম গরীব, দুঃস্থ যারা আছেন আপনি আপনার সামর্থ্য অনু্যায়ী তাদের পাশে দাঁড়ান।