Select Page

দুইশ’ হলে প্রজেক্টর বসানোর ঘোষণা শাকিবের

দুইশ’ হলে প্রজেক্টর বসানোর ঘোষণা শাকিবের

বর্তমানে হলগুলোতে ছবি চালানো হয় মোটা অংকের টাকায় প্রজেক্টর ভাড়া দিয়ে। সেই টাকা বহন করতে হয় চলচ্চিত্রের প্রযোজককে। ফলে বেড়ে যায় ছবি নির্মাণের খরচ। এছাড়া বিশেষ একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজিটাল মেশিন ভাড়া করতে হয় বলে ওই প্রতিষ্ঠানের হাতে জিম্মি থাকেন সিনেমার প্রযোজকেরা।

সেই জিম্মিদশা কাটাতে দেশের ২০০টিরও বেশি হলে স্থায়ীভাবে অত্যাধুনিক প্রজেকশন মেশিন বসাবেন শীর্ষ নায়ক শাকিব খান

আগামী ঈদুল আজহা থেকেই এটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ছেন তিনি। ইতোমধ্যে শাকিব খানের নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস কাজ শুরু করে দিয়েছে এটি নিয়ে। এ জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দক্ষ লোকও নিয়োগ দেয়া হয়েছে। তারা এখন প্রজেকশন মেশিন চালানোর সফওয়্যার ইউনাইটেড মিডিয়া ওয়ার্ল্ডওইয়াড ( ইউএম ডব্লিউ) নিয়ে কাজ করছেন।

এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘শুধু ব্যবসায়িক ভাবনা থেকে এমনটা করার সিদ্ধান্ত নিইনি। চলচ্চিত্রের প্রতি দায়বদ্ধতা থেকে এটা করছি। একজন প্রযোজক সিনেমায় কোটি কোটি টাকা লগ্নি করেন। অথচ দুর্বল প্রজেকশন মেশিনের কারণে দর্শকেরা আনন্দ নিয়ে ছবিটি দেখতে পারেন না। ছবির আসল রং এবং শব্দ পাওয়া যায় না। এতে অনেক বড় বাজেটের এবং ভালো মানের ছবি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়।’

ঈদুল আজহায় মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। পরিচালনা করছেন জাকির হোসেন রাজু। বর্তমানে চলছে ডাবিং। এই ছবি প্রদর্শনের মাধ্যমেই প্রজেকশন মেশিন উদ্বোধন করবেন শাকিব।

অবশ্য বেশ আগেই ডিজিটাল মেশিন বসানোর ঘোষণা দিয়েও বাস্তবায়নে যাননি ডিপজল।


Leave a reply