দুই দিনব্যাপী তারেক মাসুদ উৎসব
আগামী ৬ ডিসেম্বর প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। এ উপলক্ষে ৬ ও ৭ ডিসেম্বর ‘তারেক মাসুদ উৎসব ২০১৩’ এর আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।
উৎসবের প্রথম দিন জাতীয় শিল্পকলা একাডেমিতে তারেক মাসুদ স্মারক বক্তৃতা, চলচ্চিত্র লেখা বইয়ের মোড়ক উন্মোচন এবং ‘আদম সুরত’ চলচ্চিত্রটি নিয়ে আলোচনা। এ সর্ম্পকে তারেক মাসুদের সাক্ষাৎকার ও চলচ্চিত্রটির প্রদর্শীর ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠানে লেখক সৈয়দ শামসুল হক, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ঢালী আল মামুনসহ আরো অনেকে।
উৎসবের দ্বিতীয় দিন একই স্থানে তথ্যচিত্র ‘ফেরা’ এর ডিভিডি প্রকাশ ও প্রদর্শনী, চলচ্চিত্র প্রতিযোগীতায় নির্বাচিত চলচ্চিত্রের প্রদশর্নী এবং তারেক মাসুদ ইয়াং ফিল্ম মেকার্স অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, প্রসূন রহমানসহ আরো অনেকে।
উল্লেখ্য, ‘তারেক মাসুদ উৎসব ২০১৩’ এ তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টকে সার্বিক সহযোগীতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।