Select Page

দেবী : চলচ্চিত্রের প্রচারণায় প্রথমবার ফ্যাশন শো

দেবী : চলচ্চিত্রের প্রচারণায় প্রথমবার ফ্যাশন শো

অনম বিশ্বাস পরিচালিত এবং জয়া আহসান অভিনীত-প্রযোজিত ‘দেবী’র প্রচারণায় দেশে প্রথমবার হয়ে গেল ভিন্নধর্মী ফ্যাশন শো। এই সুযোগে র‍্যাম্পে হাঁটলেন প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা আরও ২৫ তরুণ মডেল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ছিল দেবী মঞ্চের ফ্যাশন শো। মডেল হান্টের এ আয়োজনে আবেদন করেছিল প্রায় সাড়ে সাত হাজার তরুণ-তরুণী। সেখান থেকে শুরুতে ৩০০ এবং তাঁদের ভেতর থেকে বেছে ২৫ জনকে এ ফ্যাশন শোতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ থেকে একদিন আসবে জয়া আহসানের মতো মডেল ও অভিনেত্রী।

ফ্যাশন শোর শুরুতে ছিল উদ্বোধনী নৃত্য। ‘বাজে বীণা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফাহমিদা ও অভিরূপ। দেবী মঞ্চের আয়োজক বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, ‘দেবী’র প্রচারণার জন্য যেসব শাড়ি ও পাঞ্জাবি তৈরি করা হয়েছে, পূজার উপহার হিসেবেও সেগুলো চমৎকার। সিনেমা শেষ হয়ে গেলেও অনেক দিন একে স্মরণ রাখার জন্য এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে।

শো শুরু হওয়ার আগে মঞ্চে ডেকে নেওয়া হয় ফ্যাশন ডিজাইনার কাজী কামরুল ও মডেল আসিফ খানকে। এরপর আসেন জয়া আহসানের মা রেহানা মাসুদ। বিপ্লব সাহার সঙ্গে র‍্যাম্পে হাঁটেন তিনি। এ পর্যায়ে তাঁদের সঙ্গে যোগ দেন জয়ার ছোট বোন কান্তা মাসুদ। হাজির ছিলেন রূপসজ্জাকার কানিজ আলমাস খান। তিনি ‘দেবী’র জন্য শুভ কামনা জানান। ফ্যাশন শোর এ আয়োজনে গান করেন মেহরীন, কোনাল, বিপ্লব সাহা, কনা প্রমুখ।

‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে দেবী মঞ্চে হাঁটলেন ছবির অভিনয়শিল্পীরাও। র‍্যাম্পে এসেছিলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচসহ অন্য কলাকুশলীরা। চলচ্চিত্রের অনুষঙ্গ নিয়ে দেশে এবারই প্রথম ফ্যাশন শোর আয়োজন করা হলো। মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলদের গ্রুমিং করে এ ফ্যাশন শোর আয়োজন করেছে দেবীর ওয়ার্ডরোব পার্টনার বিশ্বরঙ। শিগগির সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ‘দেবী’ ছবিটি।

প্রথম আলো অবলম্বনে

 

 


মন্তব্য করুন