Select Page

দেশে অবরুদ্ধ ‘শনিবার বিকেল’, ভারতীয় ‘ফারাজ’ ছবির প্রিমিয়ার লন্ডনে

দেশে অবরুদ্ধ ‘শনিবার বিকেল’, ভারতীয় ‘ফারাজ’ ছবির প্রিমিয়ার লন্ডনে

গুলশানের হলি বেকারি হামলার ছায়ার অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘শনিবার বিকেল’ বিদেশের একাধিক উৎসবে প্রদর্শিত হলেও দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় তিন বছর। অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’-এর প্রিমিয়ার হচ্ছে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউডের লন্ডন ফিল্ম ফেস্টিভালে। কিছুদিন পর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

‘ফারাজ’ পরিচালনা করেছেন ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী হানসাল মেহতা। ২০১৬ সালের জুলাইয়ের ওই জঙ্গি হামলার ঘটনায় নির্মিত ছবির কেন্দ্রে আছে ফারাজ নামের রাজনৈতিকভাবে প্রভাবশালী ধনী পরিবারের ছোট ছেলে। সেই সন্ধ্যায় ফারাজ ক্যাফেতে বন্ধুদের সাথে দেখা গিয়েছিল। দুঃস্বপ্নের মতো পরিস্থিতিতে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান তা ছবির গল্পে উঠে এসেছে। সেখানে ইসলাম নিয়ে মধ্যপন্থা ও চরমপন্থার দ্বন্দ্ব।

সিনেমাটিতে অভিনয় করেছেন জুহি বাব্বর, আদিত্য রাওয়াল এবং ফারাজ চরিত্রে নবাগত জাহান কাপুর, যিনি শশী কাপুরের নাতি।

সম্প্রতি ‘শনিবার বিকেল’ মুক্তির দাবিতে মাঠে নেমেছেন নির্মাতা। এক বৈঠক শেষে কয়েকদিন আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এ ছবির জন্য সেন্সর বোর্ড কিছু নির্দেশনা দিয়েছে। সে অনুসারে ব্যবস্থা নিলে ‘শনিবার বিকেল’ ছাড়পত্র পাবে।


Leave a reply