Select Page

দেশে উপেক্ষিত, রাশিয়ায় পেল দুই পুরস্কার

দেশে উপেক্ষিত, রাশিয়ায় পেল দুই পুরস্কার

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ দেশের সেন্সর বোর্ডে আটকে গেলেও রাশিয়ার ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কারে ভূষিত হয়েছে। দুটিই ইন্ডিপেনডেন্ট ক্রিটিক জুরি পুরস্কার!

বৃহস্পতিবার ফারুকী ফেসবুকে জানান, ইন্ডিপেনডেন্ট ক্রিটিক অ্যাওয়ার্ড-এ ‘শনিবার বিকেল’ রাশিয়ান ফেডারেশন ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমারসান্ট পুরস্কার জিতে নিয়েছে। এটা আমাদের ‘শনিবার বিকেল’ টিমের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

বুধবার উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছে ছবিটি। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে এলো পুরস্কারের ঘোষণা।

১৮ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। চলে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক।

২০১৬ সালের হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হওয়ায় সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি।

‘শনিবার বিকেল’-এ অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশ থেকে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে।


Leave a reply