Select Page

দেশে হল পেতে যুদ্ধ করা ‘সাঁতাও’ এখন আন্তর্জাতিক প্লাটফর্মে

দেশে হল পেতে যুদ্ধ করা ‘সাঁতাও’ এখন আন্তর্জাতিক প্লাটফর্মে

গণঅর্থায়নে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ দেশের প্রেক্সাগৃহে মুক্তি পায় চলতি বছরের শুরুতে। তবে হাতে গোনা কয়েকটি প্রেক্ষাগৃহ পেতে নির্মাতার মাথার ঘাম পায়ে পড়েছে। পরের নিজ উদ্যোগ একাধিক জেলায় হল ভাড়া করে দেখিয়েছেন ‘সাঁতাও’।

পরবর্তীতে ওটিটি রাইটস নিয়েও দেশে পাননি কোনো সুখবর। সেখান থেকে দ্রুত পাইরেসিতে পড়ে। এখন সিনেমাটি পেয়েছি আন্তর্জাতিক প্লাটফর্ম।

গতকাল বুধবার (২০ ডিসেম্বর) মধ্যরাত থেকে ওটিটি প্লাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

পরিচালক খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

প্রেক্ষাগৃহে চলার সঙ্গে বিদেশে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে ‘সাঁতাও’। এরমধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।


Leave a reply