Select Page

ছোটপর্দায় ‘পোড়ামন’ জুটি

ছোটপর্দায় ‘পোড়ামন’ জুটি

unnamed

সাইমনমাহিকে একবারই বড়পর্দায় দেখা গিয়েছিল। তামিল সিনেমার কাহিনীতে নির্মিত ‘পোড়ামন’ সিনেমায়। পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু। সিনেমাটি জনপ্রিয়তাও পায়। সেটা ২০১৩ সালের ঘটনা। এ সাফল্যের পর একই পরিচালকের ‘দবির সাহেবের সংসার’র চুক্তিবদ্ধ হন তারা। কিন্তু পরে সাইমন বাদ পড়েন।

এরপর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। এবার দুইবছর পর একসঙ্গে ছোটপর্দায় হাজির হলেন ‘পোড়ামন’ জুটি।

দেশ টিভির ‘সিনে স্টারস’ অনুষ্ঠানে সাইমন-মাহিকে দেখা যাবে। সেখানে জানিয়েছেন, কেন তাদের একসঙ্গে আর কাজ করা হয়নি, ভবিষ্যতে আবারও দেখা যাবে কিনা।

এ ছাড়া বলেছেন অভিনয় জীবনের নানা কথা। ছিল মজার মজার তথ্য। আহমেদ জামান শিমুলের পরিকল্পনা ও গ্রন্থনায় ‘সিনে স্টারস’ প্রযোজনা করেছেন রেজওয়ানুল কবির মাসুম। উপস্থাপনা করেছেন ফারিয়া শাহরিন। প্রচার হবে ঈদের দিন সন্ধ্যা ৬টায়।

 


মন্তব্য করুন