নতুন দুই ছবিতে জায়েদ খান
সম্প্রতি দুইটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। ছবি দুটি হলো প্রদীপ দে পরিচালিত ‘ন্যায় বিচার’ এবং নির্মাতা এফ আই মানিক পরিচালিত ‘আমি এতিম হতে চাই’।
ন্যয়বিচার নির্মান করবে খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান ঋদ্ধি টকিজ। প্রায় তিন বছর পর নতুন করে প্রযোজনায় আসল স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। প্রত্যাবর্তনে এবার তারা দুটি ছবি নির্মাণ করবে, এরই মধ্যে একটি হল ‘ন্যায় বিচার’। ছবিটির গল্প লিখেছেন সুদীপ দে। চিত্রনাট্য পরিচালকের এবং সংলাপ কমল সরকারের। নতুন ছবিতে অভিনয় করবেন দেশের একঝাঁক শিল্পী সহ কলকাতার একজন।
ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ছবিটির শুটিং। সম্প্রতি সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের ‘স্টুডিও ভেলোসিটিতে’ নতুন এ চলচ্চিত্রের মহরত হয়। ‘তুমি যদি একটু ভালোবাসো আমি বাসবো অধিক বেশি, তারায় তারায় হবে নিত্য বাসর, হবে স্বর্গ প্রতিবেশী’ শিরোনামে একটি গান রেকর্ডিং এর মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী। সুর ও সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গানটিতে কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ এবং দিনাত জাহান মুন্নী।
অন্যদিকে, আমি এতিম হতে চাই চলচ্চিত্র নির্মিত হচ্ছে চিত্রনায়িকা মৌসুমীর প্রযোজনা সংস্থা ‘কপোতাক্ষ চলচ্চিত্র’ থেকে। এ ছবির মাধ্যমে প্রায় অর্ধযুগ পর আবারো প্রযোজনায় ফিরছেন মৌসুমী। ‘আমি এতিম হতে চাই’ ছবির সঙ্গে যৌথ প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ‘ঋদ্ধি টকিজ’ও এ ছবিতে থাকছে। ছবিটি পরিচালনা করবেন এফআই মানিক ।
জায়েদ খানের বেশ কয়েকটি ছবি এরই মধ্যে মুক্তি পেয়েছে। শুটিংও চলছে বেশ কয়েকটি ছবির। এ ছাড়া, আগামী ২৩ অক্টোবর জায়েদ খান ও পরিমনি অভিনীত ‘নগর মাস্তান’ ছবিটির মুক্তির কথা রয়েছে।
সূত্র: প্রথম আলো