নতুন সিনেমায় চঞ্চল, পরিচালক সোহরাব হোসেন দোদুল
ব্লকবাস্টার সিনেমা ‘আয়নাবাজি’র মাধ্যমে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। মুক্তির অপেক্ষায় আছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী’। এবার জানালেন নতুন সিনেমার খবর।
সম্প্রতি প্রিয় ডটকমকে চঞ্চল বলেন, ‘আসছে মার্চে নতুন একটি সিনেমার শুটিং শুরু করার কথা। মোটামুটি ফাইনালও। নির্মাতা গোলাম সোহরাব দোদুল তার ক্যারিয়ারের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, সেটিতে অভিনয় করতে যাচ্ছি।’
আরো বলেন, ‘নাম কী ঠিক করা হয়েছে, এটা দোদুলই বলতে পারবে। কারণ আমি এখনও চিত্রনাট্য হাতে পাইনি। তবে গল্পটি আমাকে শুনেয়েছে। আর দোদুলের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। অনেক নাটক এবং আর্লি এইজ থেকে দোদুলের সঙ্গে আমার বন্ধুত্ব এবং কাজের সম্পর্ক। ওর সিরিয়াল ও এক ঘণ্টার প্রচুর নাটকের কাজ করেছি। ওর প্রথম ছবিতে ও আমাকে কাস্ট করেছে, সে কাজটাও করব। সে হিসেবে এ বছরই আরেকটি নতুন ফিল্মে অভিনয় করব।’
ছবির গল্প প্রসঙ্গে বলেন, ‘আমাদের এখন সমসাময়িক সমস্যাগুলো-আমাদের রাজনীতি, অর্থনীতি; কিংবা আমাদের বর্তমান বাংলাদেশে যে ধরনের ক্রাইসিসগুলো রয়েছে। যার সঙ্গে বাংলাদেশের রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। মানে রাজনীতির সঙ্গে কিছু কিছু বিষয় জড়িত রয়েছে। সেটা নারী পাচার বলি, ড্রাগস বলি-এই সমস্ত, মানে সব কিছু মিলিয়েই একটা গল্প। বলতে পারি, আমাদের বর্তমান সময়ের জন্য উপযোগী একটা গল্প।’
বর্তমানে চলছে ছবিটিতে অভিনয়ের প্রস্ততি। চঞ্চল বলেন, ‘অলরেডি মানসিক প্রস্তুতি তো শুরু হয়ে গেছে। মার্চে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তখন শুটিং শুরুর আগে ২০-২৫ দিন অন্য কোনো কাজই করব না এবং কাজ যতদিন চলবে, ততদিন ফাঁকে অন্য কোনো কাজ করব না। সব মিলিয়ে দু-তিন মাস এই কাজের জন্য সময় দিতে হবে। আর সহ-শিল্পীর বিষয়গুলো নিয়ে পরিচালকের সঙ্গে কথা বললে ভালো হবে। ডিটেইলটা পরিচালক বলতে পারবেন। ’
‘দেবী’ প্রসঙ্গে বলেন, ‘গত বছরই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এখন এডিটিং ও মিউজিকের কাজ চলছে। ডাবিংয়ের কাজ এখনও শুরু হয়নি। হবে খুব তাড়াতাড়ি। জয়ার (জয়া আহসান) সঙ্গে সর্বশেষ আমার প্রায় মাসখানেক আগে কথা হয়েছে। ও জানাল, এডিটিং অনেক ভালো লেগেছে ওর। হয়তো এ বছরই ছবিটি মুক্তি পাবে। আমি যতটুকু জানি।’