Select Page

নবাগত পরিচালকের সিনেমায় সিয়াম

নবাগত পরিচালকের সিনেমায় সিয়াম

# এম রাহিমের প্রথম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ
# ছবিটির নাম ‘শান’

সিয়ামকে নিয়ে অভিষেক হয়েছিল রায়হান রাফির। তাদের পরপর দুই সিনেমা ‘পোড়ামন ২’ ও ‘দহন’ জনপ্রিয়তা পেয়েছে। এবার নতুন আরেকজন নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন টেলিভিশন থেকে আসা এ অভিনেতা।

প্রথম আলোকে সিয়াম জানান, নতুন ছবিটির নাম ‘শান’। নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। পরিচালক এম রাহিম।

অবশ্য রহিমের সঙ্গে আগও কাজ করেছেন সিয়াম। তিনি ‘দহন’ ও ‘পোড়ামন ২’ সিনেমার প্রধান সহকারী পরিচালক ছিলেন। দীর্ঘদিন কলকাতার নামী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গেও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

‘শান’ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমার নতুন ছবিটি অ্যাকশন থ্রিলার ধাঁচের। এই ছবির জন্য আমাকে পুরোপুরি প্রস্তুত হয়ে শুটিংয়ে নামতে হবে। বিষয়টি এমন না যে সিক্স প্যাক বডি বানাতে হবে। অ্যাকশন সিনেমার জন্য যে ধরনের লুক দরকার, তা এলেই ছবির শুটিং শুরু হবে। চেহারায় সেই লুক আনার জন্য নিয়মিত প্রশিক্ষকের কাছে যাচ্ছি।’

শুটিং প্রসঙ্গে সিয়াম বলেন, ‘সিনেমার জন্য যত দিন আমার লুক ঠিক না হবে, তার আগে শুটিং শুরু হবে না। পরিচালক ও প্রযোজক আমাকে সেই স্বাধীনতা দিয়েছেন।’

আরও শোনা যাচ্ছে চয়নিকা চৌধুরী তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’তে অভিনয়ের জন্য সিয়ামকে প্রস্তাব দিয়েছেন। চিত্রনাট্য ও অন্যান্য বিষয় মিললেই চুক্তিবদ্ধ হবেন এ নায়ক।


Leave a reply