নবাব এলএলবি, কসাই, আন্ডার কনস্ট্রাকশন-সহ সাত ছবির প্রিমিয়ার
ঈদ মানেই চ্যানেল আই-এ নতুন ছবির টিভি প্রিমিয়ার। এবারের ঈদুল আজহায়ও তার ব্যতিক্রম হচ্ছেন না। মূলধারা ও সমান্তরাল ধাঁচের সাতটি ছবি দেখা যাবে চ্যানেলটিতে
এসব চলচ্চিত্র দেখানো হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।
ঈদের দিন থাকছে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াৎ। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুষ্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ।
পরদিন প্রকাশ হবে আলোচিত ছবি ‘নবাব এলএলবি’, পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এটা শাকিবের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি।
তৃতীয় দিন গাজী রাকায়েতের আলোচিত সিনেমা ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। এতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, দীপান্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ।
চতুর্থ দিন থাকবে অনন্য মামুন পরিচালিত আরও একটি আলোচিত সিনেমা ‘কসাই’। এই সিনেমায় অভিনয় করেছেন নিরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ।
পঞ্চম দিন রুবাইয়াত হোসেন পরিচালিত প্রশংসিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’। এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এতে অভিনয় করেছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান, রানা প্রমুখ।
ষষ্ঠ দিনে দেখানো হবে এইচ আর হাবিব নির্মিত ‘ছিটমহল’। ছবিতে অভিনয় করেছেন শিমুল খান, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
ঈদের সপ্তম দিনে থাকছে ‘সুতপার ঠিকানা’। ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অর্পণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এসএম মহসিন, নাভিদ মুনতাসির প্রমুখ।