Select Page

আমাদের সময়টা কাজের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে: ‘রেহানা মরিয়ম নূর’-এর কান যাত্রা নিয়ে ফারুকী

আমাদের সময়টা কাজের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে: ‘রেহানা মরিয়ম নূর’-এর কান যাত্রা নিয়ে ফারুকী

রেহানা মরিয়ম নূর‘-এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো ছবি কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই অর্জন নিয়ে দেশের দর্শকেরা খুবই উচ্ছ্বসিত। পশ্চিমবঙ্গেও অনেকে আনন্দ প্রকাশ করেছেন।

এই নিয়ে দেশের অন্যতম নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর মন্তব্য হলো,আমাদের সময়টা কাজের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে।

আবদুল্লাহ মোহাম্মদ সাদ, আজমেরী হক বাঁধনসহ ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের আট সদস্যই কান চলচ্চিত্র উৎসবে এ বছর সম্মানিত হলেন…

এ প্রশ্নটি ছিল আনন্দবাজার পত্রিকার। উত্তরে ফারুকী বলেন, “সাদের ছবি ভাল লাগে আমার। ফেসবুকে কয়েক বার লিখেছি ওকে নিয়ে। তবে বাংলাদেশের ছবি কানে যাবে, ভেনিসে যাবে। আবার যাবেও না। আমাদের সময়টা কাজের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে। আশার বিষয় বাংলাদেশের নতুন প্রজন্ম এই সময়টা ছবির মধ্যে ধরতে পারছে। সংখ্যায় তারা কম। কিন্তু কাজ হচ্ছে। সময় বদলাচ্ছে।”

সম্প্রতি ভারতীয় ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে ফারুকীর সিরিজন ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। মূলত এ সিরিজকে কেন্দ্র করেই সাক্ষাৎকার। সেখানে ওঠে এসেছে নির্মাতা সিনেমা ক্যারিয়ারের নানা প্রসঙ্গ।


মন্তব্য করুন