Select Page

নাটক প্রতি জামিল হোসেন নেন ৫০ হাজার, মাসে আয় ৫ লাখ টাকা

নাটক প্রতি জামিল হোসেন নেন ৫০ হাজার, মাসে আয় ৫ লাখ টাকা

২৫ হাজার টাকা বেতনে একটি আইটি ফার্মে কাজ করতেন জামিল হোসেন। সেই চাকরি ছেড়ে যোগ দেন কলকাতার জনপ্রিয় টিভি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ছয়ে। এখন তিনি টিভি-ইউটিউবে জনপ্রিয় অভিনেতা। নাটক প্রতি নেন ৫০ হাজার টাকা। আর মাসিক আয় পাঁচ লাখ টাকা। তবে এ পর্যন্ত আসতে তাকে তুমুল ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে।

২০১২ সালে মীরাক্কেলে বাংলাদেশ থেকে অংশ নেন আবু হেনা রনি, জামিল হোসেন, আনোয়ারুল আলম সজল ও ইসতিয়াক নাসির। চ্যাম্পিয়ন হয়েছিলেন আবু হেনা রনি ও সেরা চারে ছিলেন জামিল।

সম্প্রতি কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জামিল তার জীবন বদলে যাওয়ার গল্প বলেন। তিনি বলেন, “আমার মীরাক্কেলের বেশির ভাগ পরিবেশনা ছিলে অভিনয়নির্ভর। সেগুলো দেখে তিন বিচারক প্রায়ই বলতেন, ‘জামিল তোর মধ্যে একজন অভিনেতা বাস করে। তুই অভিনেতা হওয়ার চেষ্টা করিস।’ তাদের এই কথাগুলোই আমাকে দেশে ফিরে অভিনেতা হওয়ার জন্য বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। কিন্তু চাইলেও দেশে ফিরে কাজের সুযোগ পাইনি। এ জন্য কাঠখড় পোড়াতে হয়েছে ঢের।”

মীরাক্কেল শেষ করে এসে আর পুরনো চাকরিতে যোগ দেননি তিনি। জামিল বলেন, ‘তখন বেশ কিছু করপোরেট শো করার সুযোগ পেয়েছিলাম। পাশাপাশি অভিনয়ের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করি। ওই সময় আসলে সব নাটক ছিল টেলিভিশননির্ভর। তাই সুযোগ পাওয়াটা আমার জন্য কঠিন ছিল। আর আমার যেহেতু অভিনয়ের ব্যাকগ্রাউন্ড নেই, মানে থিয়েটার চর্চা নেই, তাই ওই সময় কেউ সেভাবে সুযোগও দিচ্ছিল না।’

জামিলের প্রথম অভিনয় ছিল ২০১৩ সালের দিকে তারিক আনাম খানের সঙ্গে। নাটকের নাম ‘রঙিন জামা’। পরিচালক সুজন বড়ুয়া। তারপর বিভিন্ন নাটকে এক, দুই দৃশ্য বা পাসিং শট, যেটাই যেখানে সুযোগ পেয়েছেন করে গেছেন।  সেইসব স্মৃতি মনে করে জামিল বলেন, ‘আমার জন্য ওটা খুব কঠিন সময় ছিল। একদিকে নিজেকে টিকিয়ে রাখা আবার প্রমাণ করা যে আমি অভিনয় পারি। আসলে ভালো কিছু করতে হলে সবার জীবনে কঠিন সময় পার করতে হয়। আমার জন্য ২০১৩ সাল থেকে কঠিন সময় শুরু হয়েছিল। কারণ আমি জানতাম কেউ আমাকে নিয়ে ঝুঁকি নেবে না। তাই প্রমাণ করে করেই এগোতে হবে।’

তবে জামিলকে আলাদা করে সবাই চিনেছে আদিবাসী মিজান নির্মিত ‘হাইপ্রেসার ১’ ও ‘২’ এবং ‘সান্তনা দে’ নামের নাটকগুলো দিয়ে। এসব নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন মোশাররফ করিমকে। এরপর আর থেমে থাকতে হয়নি জামিল হোসেনকে। অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। সংখ্যাটা নিজেই বলতে পারলেন না। তবে যেটা জানালেন সেটা হলো- শুধু তাকে প্রধান চরিত্র করে এরই মধ্যে নির্মিত হয়েছে অর্ধশতাধিক নাটক। এখন মাসের ২০ দিন অভিনয় করেন তিনি। হিসাবটা দিলেন এভাবে, ‘একটা একক নাটকের জন্য দুই দিন করে সময় দিই। প্রতিটির মাঝে আবার এক দিন বিশ্রাম নিই। একটা সময় ধারাবাহিকে এক-দুই দৃশ্যের অভিনয়ের জন্য বসে থাকতাম, এখন ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগই পাই না।’ বলেন তিনি।

জামিলের নাটক মানেই এখন ভিউয়ের ছড়াছড়ি। আয় প্রসঙ্গে বলেন, “আমি নাটকপ্রতি ৫০ হাজার টাকা করে নিই। আর ‘জামিল জু’ নামে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। সেখানেও আমার অভিনীত নাটক মুক্তি পায়। তাই শুধু অভিনয় না, নাটকও প্রযোজনা করি আমি।”

সব মিলিয়ে মাসে পাঁচ লাখের বেশি টাকা আয় করেন জামিল। কিনেছেন গাড়িও। থাকেন উত্তরার একটি ফ্ল্যাটে। পেয়েছেন তারকা খ্যাতি। তবুও বরাবরই অভিনয় নিয়ে স্বপ্ন দেখা এই তরুণের আজন্ম স্বপ্ন একজন ‘ভালো অভিনেতা’ হওয়া। সে লক্ষ্যে প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করে যান।


Leave a reply