Select Page

নারায়ণগঞ্জে নতুন প্রেক্ষাগৃহ, উদ্বোধনী সপ্তাহে দেখুন ১৪টি আলোচিত সিনেমা

নারায়ণগঞ্জে নতুন প্রেক্ষাগৃহ, উদ্বোধনী সপ্তাহে দেখুন ১৪টি আলোচিত সিনেমা

নারায়ণগঞ্জ শহরের ‘আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন’ ভবনে তৈরি হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত প্রেক্ষাগৃহ ‘সিনেস্কোপ’। এর উদ্বোধন হতে যাচ্ছে ‘বাংলাদেশি চলচ্চিত্র উৎসব’ শিরোনামের আয়োজন দিয়ে। ২০ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ঢালিউডের ১৪টি ভিন্ন ভিন্ন ঘরানার আলোচিত সিনেমা।

সিনেমাগুলো হলো-সুজন সখী, গোলাপী এখন ট্রেনে, অশিক্ষিত, সূর্য দীঘল বাড়ী, পুরস্কার, ছুটির ঘণ্টা, ঘুড্ডি, দীপু নাম্বার টু, মাটির ময়না, স্বপ্নডানায়, ডুব সাঁতার, অজ্ঞাতনামা, জালালের গল্প ও মাটির প্রজার দেশে।

উৎসবের সাতদিন প্রতিটি ছবির দুটি করে প্রদর্শনী হবে। বেলা ১১টা, ২টা, ৫টা ও রাত ৮টায় হবে প্রদর্শনী। ছবি দেখার জন্য টিকিট কাটতে হবে দর্শকদের।

‘সিনেস্কোপ’ মূলত ৩৫ আসনের মিনিপ্লেক্স। হলটির প্রতিষ্ঠা করেছেন উৎসবের আয়োজক সিনেমাকার’র প্রতিষ্ঠাতা, স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।

তিনি জানান, ২০ সেপ্টেম্বর বেলা ৪টায় উদ্বোধন করা হবে ‘বাংলাদেশি চলচ্চিত্র উৎসব’। উদ্বোধন করবেন চলচ্চিত্র নির্মাতা মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়নগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী। মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে উৎসবের।

সূত্র: সারাবাংলা ডটনেট


মন্তব্য করুন