নারী দিবসে ‘বিউটি সার্কাস’ পোস্টারে কবুতর উড়িয়ে জয়া
মাহমুদ দিদার টিভি নাটকের জগতে বেশ জনপ্রিয় নাম। বিশেষ করে চারপাশের ঘটে যাওয়া ঘটনার মধ্যে ফ্যান্টাসি ও থ্রিলের আবহ তৈয়ারিতে তার জুড়ি নেই। অভিষেক সিনেমা ‘বিউটি সার্কাস‘-এর পোস্টারেও সেই ভাব বজায় রাখলেন।
কিছুদিন আগে প্রকাশ হওয়া টিজারে দেখা যায় সার্কাস দলের মালকিন জয়া আহসানে কাঁধ নেমে আসা ওড়না সরাতেই উড়ে যাচ্ছে এক ঝাঁক সাদা কবুতর। এ দৃশ্য হয়তো খুবই বাস্তবসম্মত। কিন্তু দিদারের উপস্থাপনা বাস্তবের অধিক। সেই বিবেচনায় হয়তো প্রতীকিভাবে নারীর ক্ষমতায়ন তুলে ধরতে দৃশ্যটি টেনে এনেছেন পোস্টারে। ঝলমলে পোস্টারটি সোশ্যাল মিডিয়ার অনুসরণকারীরা গ্রহণ করেছেন সাদরে।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রকাশ হওয়া পোস্টারটি বেশ থিমেটিক। আর পোস্টারটি প্রকাশ করেন দেশের অন্যতম নারী লেখক সেলিনা হোসেন।
সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’ মুক্তি পাবে পয়লা বৈশাখে। আরও অভিনয় করেছেন তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, হুমায়ূন সাধুসহ অনেকে।