Select Page

নায়করাজের জন্মদিনের আয়োজন

নায়করাজের জন্মদিনের আয়োজন

razzakকিংবদন্তি অভিনেতা রাজ্জাকের ৭৫তম জন্মদিন শনিবার। ১৯৪২ সালে এ দিনে তিনি ভারতের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। এ দিনটিতে বিভিন্ন চ্যানেল, বেতার ও জাতীয় দৈনিকগুলো বিশেষ আয়োজন করছে। টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ নায়করাজের জন্মদিনে তিনদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

চ্যানেলটির ‘সিটিসেল তারকাকথন’ অনুষ্ঠানে এ বিশিষ্টজন উপস্থিত থাকবেন। পাশাপাশি ‘তারকা কথন’জুড়ে তার সঙ্গে সময় কাটাবেন পরিচালক আমজাদ হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নায়িকা সুজাতা, নায়ক ফারুক ও ফেরদৌস। বিশেষ একটি পর্বে নায়করাজের সঙ্গে থাকবেন বিনোদন সাংবাদিক রাফি হোসেন, অনুরূপ আইচ, তানভীর তারেক, দাউদ হোসেন রনি ও আলী আফতাব। অনন্যা রুমার প্রযোজনায় নায়করাজকে নিয়ে বিশেষ ‘তারকাকথন’ পর্বটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত নানান রঙে সাজানো হয়েছে আজকের ‘তারকাকথন’ পর্বটি। একই অনুষ্ঠানে বিএফডিসি ও নায়করাজের ‘লক্ষ্মীকুঞ্জ’ থেকেও শুভেচ্ছা পর্বে অংশ নেবেন অনেকেই।

চ্যানেল আইতে আরও প্রচার হবে আরশাদ আদনানের প্রযোজনায়, বাপ্পা মজুমদারের সুর-সংগীতে কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মুজমদার ও আঁখি আলমগীরের গাওয়া এবং ওমর ফারুকের লেখা নায়করাজকে নিয়ে লেখা জন্মদিনের বিশেষ গান ‘সৃষ্টিতে অমর তুমি, তুমিই নায়করাজ’। এ ছাড়া ‘রেডিও আমার- ৮৮.৪’-এ গানটি দিনব্যাপী প্রচার হবে। এদিকে নায়করাজের জন্মদিনে তাকে বিএফডিসিতে পরিচালক সমিতি শুভেচ্ছা জানাবে বিকাল তিনটায়। এরপর নায়করাজ চলে যাবেন রাজধানীর উত্তরায় ‘রাজলক্ষ্মী কমপ্লেক্স’-এ। সেখানে ‘রাজলক্ষ্মী বণিক সমিতি’ বিকাল ৪টা ৩০ মিনিটে তাকে শুভেচ্ছা জানাবে। তারপর পুরো সময়টি তিনি পরিবারের সদস্যদের সঙ্গেই কাটাবেন।

সূত্র: মানব জমিন


Leave a reply