Select Page

আহমেদ শরীফ
নিয়েছিলেন ৩৫ লাখ টাকার অনুদান, এখন বলছেন দেশে থাকলে হাত পাততে হতো!

<div class="post-subheading">আহমেদ শরীফ</div>নিয়েছিলেন ৩৫ লাখ টাকার অনুদান, এখন বলছেন দেশে থাকলে হাত পাততে হতো!

প্রায়ই দাবি করা হয় আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন দীর্ঘদিন ঢালিউডে অনিয়মিত থাকা আহমেদ শরীফ। যুক্তরাষ্ট্র প্রাবসী এ অভিনেতা সম্প্রতি এফডিসিতে এসে সিনেমা থেকে দূরে সরে থাকার কথা বলেন। তিনি জানান, দেশে থাকলে তাকে হাত পাততে হতো। অবশ্য দেশে থাকা অবস্থায় আহমেদ শরীফ নিয়েছিলেন সরকারি অনুদান।

শেখ হাসিনার কাছ থেকে অনুদান নিচ্ছেন আহমেদ শরীফ

কয়েক দিন আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে শিল্পী সমিতি প্রাঙ্গণে প্রয়াত শিল্পীদের জন্য বিশেষ দোয়া ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন সোহেল রানা, আহমেদ শরীফসহ অনেক অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

এ সময় সাংবাদিকদের কাছে অভিনয়শিল্পীদের দুরবস্থার কথা জানিয়ে আহমেদ শরীফ বলেন, ‘আমি যদি আজ বাংলাদেশ থাকতাম, নিশ্চিত আমার অবস্থা ভালো থাকত না। আমাকে হাত পাততে হতো। লোকের কাছে টাকা চাইতে হতো। আজ বাংলাদেশ থাকলে আমাকে হাত পেতে চলতে হতো। চিন্তা করতে হতো, আমার বাড়িতে খাবার নাই। চলার জন্য বলতে হতো, আমাকে টাকা দাও।’

প্রসঙ্গত উল্লেখ্য, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনেতা আহমেদ শরীফকে ২০১৯ সালে ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহমেদ শরীফ ও তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য তিনি এ অনুদান পান।

আহমেদ শরীফ জানান, অর্থকষ্টে যাতে ভুগতে না হয়, তাই ঢালিউড ছাড়েন, পাড়ি জমান দেশের বাইরে। তিনি বলেন, ‘আজ বাঁচার জন্য অভিনয়শিল্পীরা বিভিন্ন দিকে যাচ্ছেন। শুধু ফিল্ম নয়, টেলিভিশনেরও বহু শিল্পী বিভিন্ন জায়গায় যাচ্ছেন, থাকছেন। একটিই কারণ, এখানে আনন্দ–বিনোদন করে বা নিশ্চিন্তে জীবনযাপনের কোনো নিরাপত্তা নেই। এটাই আমার কষ্ট।’

এফডিসির স্মরণসভায় আহমেদ শরীফ ও রুবেল

একদম শেষে আহমেদ শরীফ বলেন, ‘আমরা চাই, দেশে শিল্পীরা ভালো করুক, শিল্পীদের নিশ্চয়তা তৈরি হোক—যা কোনো দিনও হয়নি। আমি যদি ভবিষ্যতে দেশে আসি, সরকারের কাছে নিশ্চিত ব্যবস্থা চাইব। শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে।’

উল্লেখ্য যে ঢালিউডে পাওনা টাকা রয়েছে অনেক অভিনেতার। বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে কেউ কেউ বিষয়টি নিয়ে কথা বললেও সম্মিলিতভাবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। এছাড়া এফডিসিকেন্দ্রিক সিনেমা প্রায় শূন্যের কোটায় চলে আসায় শিল্পী ও কলাকুশলীদের বড় অংশ কাজ পাচ্ছেন না এখন।

আহমেদ শরীফ সর্বশেষ দেখা গেছে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমান’ সিনেমায়।


Leave a reply