Select Page

নির্বাচিত হওয়ার দুদিন পরই চলচ্চিত্র সমালোচকদের মামলার হুমকি

নির্বাচিত হওয়ার দুদিন পরই চলচ্চিত্র সমালোচকদের মামলার হুমকি

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব নির্বাচিত হওয়ার দুদিনের মাথায় সমালোচকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলেন শাহীন সুমন। চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে, এমনই চিন্তাভাবনা চলছে বলে জানান তিনি। খবর কালের কণ্ঠ। 

গতকাল রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ।

ওই অনুষ্ঠানে শাহীন সুমন বলছেন, ‘ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করে মারাত্মক ক্ষতি করে। সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখে, যার কারণে দর্শক প্রতারিত হয়। দর্শকরা ভাবে এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না।’

‘ভালোবাসার রং’ সিনেমার এই নির্মাতা বলেন, ‘যারা লগ্নিকারক আছে, তাদের জন্য বিরাট একটা হুমকি, এই সব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমাকে, যারা সিনেমা নির্মাণ করে তাদের পিছিয়ে দিচ্ছে।’

চলচ্চিত্রের সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে― এমনটাই উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা সাইবার ক্রাইমের আওতায় আনব, যদি চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা করে তাদের আইনের আওতায় আনব।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, সাদিয়া নাবিলা, জান্নাতুল ফেরদৌস ঐশী ও তাসকিন রহমান।


Leave a reply