নিশো-মেহজাবীনশূন্য ঈদে অপূর্ব ৩০, মোশাররফ করিমের ১৫
গত কয়েক ঈদের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার ছোটপর্দায় অনুপস্থিত। আপাতত তাদের চোখ বড়পর্দা ও ওটিটির দিকে। এই দুই তারকা ছাড়াও অনেকেই টিভিতে কাজ কমিয়ে দিয়েছেন। আবার কেউ কম কাজ পাচ্ছেন। তবে ওটিটিতে সাফল্য পাওয়া অপূর্ব বা মোশাররফ করিমের ব্যস্ততা আগের মতোই।
ঈদে সর্বোচ্চসংখ্যক নাটক করছেন অপূর্ব। টেলিভিশন ও ইউটিউব মিলিয়ে ৩০টি নাটকে দেখা যাবে তাকে। এর মধ্যে আছে ‘রুনু ভাই ৩’, ‘প্রীতি মাই লাভ’, ‘জোছনাহারা’, ‘পথে হলো পরিচয়’, ‘সারপ্রাইজ’, ‘ডিয়ার ভিলেন’, ‘প্রিয় পরিবার’ ইত্যাদি।
ঈদের আগে ‘মহানগর টু’ দিয়ে ওটিটিতে কাঁপন ধরিয়ে দিয়েছেন মোশাররফ করিম। তবে ওটিটির ব্যস্ততার মাঝেও ছোটপর্দা তার উপস্থিত থাকছে চোখে পড়ার মতো। এবারের ঈদে ১৫টির বেশি নাটকে তাকে দেখা যাবে।
ওটিটির আরেক ব্যস্ত মুখ চঞ্চল চৌধুরীকে এই ঈদে মাত্র দুটি খণ্ড ধারাবাহিক ও একটি টেলিছবিতে দেখা যাবে। তিনিও ব্যস্ত ওটিটিতে।
তৌসিফ ও জোভানের ঈদের নাটকের সংখ্যা এবার কমে এসেছে। গত বছরের রোজার ঈদে জোভানের নাটকের সংখ্যা ছিল ১৮। এবার ১৫টি নাটকে দেখা যাবে, এর মধ্যে ‘লাস্ট সেমিস্টার’, ‘সুইট কিস’, ‘মনজুড়ে’, ‘সুন্দরীতমা’, ‘নোঙর’ অন্যতম। গতবার ঈদুল ফিতরে প্রায় ৩০টি নাটকে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব। এবার তাঁকে দেখা যাবে ১৫টি নাটকে। এর মধ্যে অন্যতম তোমার হতে চাই, ‘পলিটিকস’, ‘অন্তহীন’, ‘কষ্টের নাম মায়া’, ‘মা–বাবার সন্তান’, ‘টিফিন বক্স’।
গতবার ২০টি নাটক থাকলেও এবার ঈদে ১০ কি ১২টি নাটকে সাবিলা নূরকে দেখা যাবে। এর মধ্যে আছে ‘শহরে অনেক রোদ’, ‘নীরা’, ‘রুনু ভাই ৩’, ‘যাত্রা বিরতিহীন’, ‘আপসহীন’, ‘সাহারা মরুভূমি’, ‘জোছনাহারা’, ‘মিস বারবার’, ‘সারপ্রাইজ’, ‘কদম বনে বৃষ্টি’। আরেক জনপ্রিয় মুখ সাফা কবির ৮ এপ্রিল প্রথম আলোকে জানান, আগামী ঈদুল ফিতরে তাঁর নাটক ১০টির মতো হবে।
কেয়া পায়েলও ঈদুল ফিতরে বেশি কাজ করেননি। তারও ১০ থেকে ১২টি নাটক প্রচারিত হওয়ার কথা। এর মধ্যে আছে ‘ফরএভার’, ‘মাতা–পিতা ও সন্তান’, ‘লাভ ইউ ভাইয়া’, ‘পোস্টম্যান’।
গত বছর ঈদুল ফিতরে আটটি নাটক প্রচারিত হয়েছিল সামিরা খানের। এবার নাটকের সংখ্যা এক ডজন। নাটকগুলোর মধ্যে আছে ‘বোধ’, ‘স্টুপিড লাভ’, ‘রাতের রানি’, ‘ঈদ সালামি’ প্রভৃতি। গত ঈদে একটি কাজও ছিল না। এবার ১৫টি নাটকে দেখা যাবে সাদিয়া আয়মানকে। ওটিটিতে ‘মায়াশালিক’ প্রচারের পর ব্যস্ততা বেড়েছে তার। এর মধ্যে আছে কষ্টের নাম ‘মায়া’, ‘দই ফুচকা’, ‘বাবুই পাখির বাসা’, ‘দ্য ফার্স্ট কেস’, ‘অল্প কিছুদিন পরের গল্প’, ‘জলতরঙ্গ’ প্রভৃতি। ঈদে এবার তানজিন তিশা, তাসনিয়া ফারিণ, মুশফিক ফারহানদের হাতে গোনা কিছু নাটকে দেখা যাবে।