নিশ্চিত ৬৭টি হাউসফুল শো নিয়ে ‘হাওয়া’র শুরু
বাংলা সিনেমায় অন্যরকম জোয়ার নিয়ে এলো মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’র রিলিজ। অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক তৈরি করে শুক্রবার ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ ছবি।
প্রথমদিন কমপক্ষে ৬৫টি হাউসফুল শো পেতে যাচ্ছে ‘হাওয়া’। যদিও কিছু প্রেক্ষাগৃহ জানাচ্ছে তাদের ৩-৪ দিনের টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে। এ ছাড়া সিনেমাটি নিয়ে যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে প্রথমদিন শতাধিক শো হাউসফুল হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ করে, অনেক প্রেক্ষাগৃহ অগ্রিম টিকিট বিক্রি করেনি। আর ৬৫ শো’র হিসাবের মধ্যে রয়েছে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি মাল্টিপ্লেক্স ও মিনিপ্লেক্স।
মুক্তির প্রথমদিন স্টার সিনেপ্লেক্সে ২৬টি, যমুনা ব্লকবাস্টারে ১৩টি, লায়ন সিনেমাসে ৭টি, শ্যামলীতে ৪টি, নারায়ণগঞ্জের সিনেস্কোপে ৪টি, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে ৪টি, বগুড়ার মধুবনে ৪টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ৩টি ও সিলেটের গ্র্যান্ড সিনেপ্লেক্স সবমিলিয়ে ৬৭টি হাউসফুল শো’র পূর্বাভাস এসেছে টিকিট বিক্রির সূত্রে।
এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, নাজিফা তুষিসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তির আগে সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গানের মাধ্যমে দর্শকের কাছে দাগ কেটেছে। ‘সাদা সাদা কালা কালা’ গানটি দেশজুড়ে ছড়িয়ে গেছে।
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন।