অসম সম্পর্কের নিষিদ্ধ প্রেমের গল্প
অসম প্রেমের গল্প নিয়ে বলিউড, হলিউডসহ সারা বিশ্বেই অনেক ছবি হয়েছে। মনিকা বেলুচি অভিনীত মেলেনা, কেট উইন্সলেটের দ্য রিডার, ভারতে এক ছোটি সি লাভ স্টোরি কিংবা নিশাব্দ – সবগুলোই অসম সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। এবার বাংলাদেশে নির্মিত হচ্ছে অসম সম্পর্কের গল্প নিয়ে সিনেমা নিষিদ্ধ প্রেমের গল্প।
কলেজ পড়ুয়া এক তরুণের সাথে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসা এক তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নিষিদ্ধ প্রেমের গল্প। পরিচালনা করছেন রুবেল আনুশ। তরুণীর চরিত্রে অভিনয় করছেন ম্যাডাম ফুলি-খ্যাত সিমলা, অন্যদিকে কলেজ পড়ুয়া তরুণের চরিত্রে ঘেটুপুত্র মামুন।
অসম সম্পর্কের প্রায় সব ছবিই বিতর্ক তৈরী করেছে, তবে সিমলা জানিয়েছেন, এই ছবিতে বিতর্ক তৈরী হওয়ার মত কিছু নেই। বিডিনিউজ২৪ এর কাছে তিনি বলেন, “সিনেমাতে এমন কোনো দৃশ্য নেই যাতে বিতর্ক তৈরি হতে পারে। আমিও দর্শকের কথা মাথায় রাখি। এমন কোনো গল্পে কেন কাজ করবো, যা দর্শক গ্রহণ করবে না। তারপরও বিতর্ক হতেই পারে। আর নায়িকার কাজ নিয়ে তো আলোচনা- সমালোচনা হতেই পারে। এসব যদি নাই হলো, তবে কিসের নায়িকা আমি!”
অন্যদিকে পরিচালক আনুশ ছবিটি কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের জন্য নির্মান করছেন জানিয়ে বলেছেন, “আমি সিনেমাতে এক কলেজপড়ুয়া তরুণের প্রেমে পড়ার গল্প বলতে চেয়েছি। সিনেমাতে যৌনতা নয়, তরুণ-তরুণীদের নানা সমস্যার কথা বলতে চেয়েছি।”
নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদল, মাকসুদুল হক ইমুসহ অনেকে।