Select Page

রোজী সেলিমের একক নাটক ‘পঞ্চনারী আখ্যান’ সোমবার

রোজী সেলিমের একক নাটক ‘পঞ্চনারী আখ্যান’ সোমবার

মঞ্চায়ন হতে যাচ্ছে গুণী অভিনেত্রী রোজী সেলিমের একক অভিনীত মঞ্চনাটক ‘পঞ্চনারী আখ্যান’। নাটকটির ৪০তম মঞ্চায়ন হবে সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে। এটি রচনা করেছেন হারুন রশীদ এবং নির্দেশনা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও নির্দেশক শহীদুজ্জামান সেলিম।

নাটকটিতে রোজী সেলিমকে জুলেখা, নাজমা, মনোরমা, মরিয়ম ও মমতাজ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

রোজী সেলিম বলেন, ‘এমন একটি চমৎকার গল্পের নাটক রচনা করার জন্য হারুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। সেই সঙ্গে কৃতজ্ঞ নাটকটির নির্দেশক শহীদুজ্জামান সেলিমের প্রতি। কারণ এতে অভিনয় করে আমি অনেক সাড়া পেয়েছি এবং প্রশংসিতও হয়েছি। সত্যি বলতে কী, শুধু এই নাটকেই নয়, যেকোনো নাটকেই আমি যখন অভিনয় করি তখন আমি আমার নিজেকে ভুলে যাই। আমি সেই চরিত্রটিই হয়ে ওঠার যথাসাধ্য চেষ্টা করি। ’


Leave a reply