ক্যাম্পাসে ক্যাম্পাসে পদ্ম পাতার জল
হলিউড-বলিউডের নামি দামি তারকারা মুক্তির আগে তাদের ছবি প্রচারণার জন্য কতো কৌশলই না অবলম্বন করেন! আর কেনই বা করবেন না? এর ফলে খুব জোরেসোরে তাদের ছবির প্রচারে প্রসার ঘটে। সেই পন্থা অবলম্বন করলেন জনপ্রিয় নায়ক ইমন এবং নায়িকা মীম।
আসছে ঈদেই মুক্তি পাচ্ছে ইমন-মীমের সময়ের আলোচিত ও ব্যয়বহুল চলচ্চিত্র পদ্ম পাতার জল। ছবির প্রচারনায় ইতিমধ্যেই চলছে নানা ধরনের আয়োজন। সেই ধারাবাহিকতায় এবার মাসজুড়ে এ ছবির শিল্পীরা যাচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।
মাসব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন ছবির অভিনয় শিল্পী ইমন-মীমসহ এ ছবির পরিচালক, গানের শিল্পী ও সংগীত পরিচালক, প্রযোজক প্রমুখ।
এরইমধ্যে শিল্পী ও কলাকুশলীরা গিয়েছিলেন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে। ৪ জুন সকাল সাড়ে ১১টায় তারা হাজির হয়েছিলেন বিইউএফটিতে [বিজিএমইএ ইউনিভাার্সিটি অব ফ্যাশন অ্যান্ড ট্যাকনোলজি] ও বিকেল সাড়ে ৪টায় যান ব্র্যাক ইউনিভার্সিটিতে। দুটো বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের সঙ্গে ‘পদ্মপাতার জল’ ছবির শুটিং অভিজ্ঞতা, গানসহ নানা বিষয় শেয়ার করেন শিল্পী ও কলাকুশলীরা। এরপর শিক্ষার্থীদের টিশার্ট উপহার দেন তারা।
আগামী ৭ ও ৮ জুন ‘পদ্মপাতার জল’-এর শিল্পী কলাকুশলীরা যাবেন আইইউবি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউল্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনোমিক্স ইউনিটে। মাসজুড়েই চলবে এ কার্যক্রম।
প্রথম তিন দিনের আয়োজনে অংশ নিচ্ছেন ছবির নায়িকা বিদ্যা সিনহা মীম, নায়ক ইমন, অভিনেতা আবু হেনা রনি, পরিচালক তন্ময় তানসেন, চিত্রনাট্যকার গীতিকার লতিফুল ইসলাম শিবলি প্রমুখ। পর্যায়ক্রমে আরো অংশ নেবেন অভিনেতা অমিত হাসান, তারিক আনাম খান, নিমা রহমান প্রমুখ।