Select Page

পরপর দুই নির্মাতার প্রথম সিনেমায় মোশাররফ করিম

পরপর দুই নির্মাতার প্রথম সিনেমায় মোশাররফ করিম

টিভি নাটকে সাড়া বছর তুমুল ব্যস্ত থাকেন মোশাররফ করিম। কালেভদ্রে ওটিটিতে মুখ দেখিয়েও সফল তিনি। তবে সিনেমায় খানিকটা পিছিয়ে আছেন এ অভিনেতা। তারপরও তাকে নিয়ে নির্মাতাদের আগ্রহের অন্ত নেই। সম্প্রতি পরপর দুটি সিনেমার সঙ্গে জড়িয়েছে মোশাররফ করিমের নাম।

এর একটি হলো অভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত প্রথম ছবি ‘চক্কর ৩০২’। একদম পুরোপুরি কাজ শেষে সম্প্রতি পোস্টারের মাধ্যমে অনুদানের সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। সেখানে মুখ দেখা না গেলেও মোশাররফ করিমকে পিস্তল হাতে দেখা যায়। এ ছবিতে তার বিপরীতে আছেন রিকিতা নন্দিনী শিমু। নির্মাতা জানান, মানুষে-মানুষে সম্পর্ক, সংকট ও দ্বন্দ্বের গল্পে নির্মিত ‘চক্কর ৩০২’ দর্শকরা উপভোগ করতে পারবেন।

কয়েকদিন আগে জানা যায়, টিভি নাটকের পরিচালিত আবু হায়াত মাহমুদের প্রথম ছবিতেও থাকছেন মোশাররফ করিম। এ ছবির টাইটেল হলো ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ বা ‘আমি কালা’। ছবিতে অন্ধকার জগতের মাফিয়া হিসেবে থাকবেন মোশাররফ করিম।

সর্বশেষ পশ্চিমবঙ্গের ‘হুব্বা’ সিনেমায় মাফিয়া চরিত্রে অভিনয় করেন মোশাররফ। এরপর ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’য় তাকে দেখা যাবে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড মাফিয়া হিসেবে! যদিও এই সিনেমাটিতে মোশাররফের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, তবে মৌখিকভাবে সিনেমাটি করবেন বলে পরিচালককে জানান মোশাররফ করিম। পরিচালকের ঘনিষ্ঠসূত্রে এমনটাই জানা গেছে।

এই অভিনেতার থাকার বিষয়টি ঘোষণা দেয়ার জন্য আরও সময় নিতে চান পরিচালক আবু হায়াত মাহমুদ।

এ সিনেমায় অন্যান্য চরিত্রে আরো থাকবেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, সালাহউদ্দিন লাভলু, সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সরকারি অনুদানে কলকাতার পার্নো মিত্রের বিপরীতে মোশাররফ করিম অভিনীত ‘বিলডাকিনী’। সিনেমাটি পরিচালনা করেছেন ফজলুল তুহিন।


মন্তব্য করুন