Select Page

পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন শুভ

পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হচ্ছেন শুভ

# পরবর্তী সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর প্রস্তুত হচ্ছেন আরিফিন শুভ
# তার মূল ট্রেনিং সেশন দুই মাস আগে শুরু হলেও এর প্রাথমিক ধাপটা শুরু হয়েছিল চার-পাঁচ মাস আগে। দেড় মাস ধরে শর্করা এমন কোনো খাবার খেতে পারছেন না
# পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, সাহসী অফিসারের ভূমিকায় শুভকে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ

শারীরিক ফিটনেসের জন্য বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন আরিফিন শুভ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতে হৈচৈ পড়ে গেছে।

‘মিশন এক্সট্রিম’ ছবির প্রস্তুতিকে কেন্দ্র করে শরীরচর্চা করার সময়কার একটি ছবি বুধবার ফেসবুকে পোস্ট করেন শুভ।

অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের ছবিটির কাহিনির সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার সানী সানোয়ার। আরিফিন শুভ এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে ছবির এই চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করার প্রক্রিয়ার মধ্যেই কাটছে এ অভিনেতার সময়।

প্রিয় ডটকমকে আরিফিন শুভ বলেন, ‘আমার মূল ট্রেনিং সেশন গত দুই মাস আগে শুরু হলেও এর প্রাথমিক ধাপটা শুরু হয়েছিল চার-পাঁচ মাস আগে। গত দেড় মাস ধরে শর্করা বা কার্বোহাইড্রেট আছে এমন কোনো খাবার খেতে পারছি না। ‘‘সাপলুডু’’ ছবির শুটিং শুরুর আগেই ‘‘মিশন এক্সট্রিম’’ ছবির প্রস্তুতি নিতে শুরু করেছি। যখন ‘‘সাপলুডু’’ ছবির শুটিংয়ে ঢাকার বাইরে ছিলাম তখনো ডায়েটের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মিত হবে।

শরীরচর্চা প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘আজকের শারীরিক এ অবস্থানে আসার জন্য বিষয়টা এমন না যে, বললাম আর হয়ে গেল। যারা নিয়মিত ব্যায়ামাগারে যান, তারাই বুঝবেন বিষয়টা কতটা কঠিন, কতটা ডেডিকেশন লাগে। আমি যে সময়টা নিজেকে গড়ার কাজে দিয়েছি, আমি চাইলেই এ সময়টাতে আরও বেশ কয়েকটা ছবির কাজ হাতে নিতে পারতাম। কিন্তু সেটা আমি করিনি।’

‘হলিউড কিংবা বলিউডে আমরা যাদের ফিজিক্যাল ট্রান্সফরমেশন দেখে অভ্যস্ত-আমরা কী একটু ভাবি তাদের ফিল্ম মার্কেট ও তার ব্যপ্তিটা ঠিক কেমন। ওই মার্কেটের চার ভাগের এক ভাগের চার ভাগের একভাগও না আমরা। ওদের যে সুযোগ-সুবিধা ও ট্রেনিং দেওয়া হয়, আমাদের কী সেটা দেওয়া হয়? তবে এতোকিছুর পরও আমি চেষ্টা করেছি নিজেকে গড়তে।’

পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, সাহসী অফিসারের ভূমিকায় ছবিতে শুভকে দেখা যাবে। নির্মাণে আছেন ফয়সাল আহমেদ।

ডায়েট চার্ট মেনটেইন করতে গিয়ে বর্তমানে খুবই ‘কঠিন’ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে জানালেন এ অভিনেতা। ‘এখন খাবার খেতে গেলে আমার চোখ দিয়ে পানি পড়ে। না চাইলেও ডায়েট চার্ট অনুযায়ী সে খাবারগুলো খেতে হয়। তাই এক হাতে খাবার অন্য হাতে পানি নিয়ে খাবার গিলে ফেলি,’ যোগ করেন শুভ।

শুভ জানান, কয়েকদিন পরই ‘মিশন এক্সট্রিম’ ছবিতে তার চরিত্রের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে প্রাকটিক্যাল প্রশিক্ষণ শুরু হবে। সে সময় তার চরিত্র অনুযায়ী আচার-আচারণ, শারীরিক ভাষা ও মানসিক দিকগুলোতে তাকে প্রশিক্ষিত করে তোলা হবে।

মার্চ মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রযোজনা করছে কপ ক্রিয়েশন।


Leave a reply