বাংলাদেশে পরমব্রতর পারিশ্রমিক কত?
বর্তমানে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় ‘হলুদবনি’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগেই ঢালিউডের দুটি সিনেমায় অভিনয় করেছেন এ তারকা। ধোঁয়াশা রয়েছে তার পারিশ্রমিক নিয়ে।
পরমব্রতর মুক্তি পাওয়া ছবি হলো ‘ভুবন মাঝি’। শোনা যাচ্ছে, অনুদানের সিনেমাটিতে অভিনয়ের জন্য পরমব্রত পেয়েছেন ১৩ লাখ টাকা। এ বিষয়ে কোনো পক্ষই মুখ খুলেনি।
সাধারণত, তারকাদের পারিশ্রমিক নিয়ে ঢালিউডে মুখ খোলা হয় না। বিদেশি তারকাদের বেলায় তো একদমই নয়। তবে সেন্সর সূত্রে জানা যায়, ‘ভুবন মাঝি’র পারিশ্রমিক থেকে বাংলাদেশ ব্যাংককে যথাযথ ট্যাক্স জমা দিয়েছেন পরমব্রত।
অন্যদিকে তার আরেক সিনেমা ‘ভয়ংকর সুন্দর’কে পড়তে হয়েছিল জটিলতায়। কারণ নির্মাতা সেন্সর বোর্ডে পরমব্রতর ট্যাক্স সম্পর্কিত কাগজ জমা দেননি প্রথম দফায়।
ওই সময় জানানো হয়, সিনেমাটিতে বিনা পারিশ্রমিকের অভিনয় করেছেন পরমব্রত। কিন্তু এ বিষয়ে চুক্তিপত্র নিয়ে ঝামেলা থেকে যায়। প্রায় দুই সপ্তাহ পর পরমব্রত কলকাতা থেকে কাগজ পাঠালে সিনেমাটি জটিলতা মুক্ত হয়।
এদিকে, পরমের ১৩ লাখ টানা পারিশ্রমিক চোখ কপালে উঠার মতোই। কারণ এক শাকিব ছাড়া ঢালিউডের কোনো তারকা এত পারিশ্রমিক পান না। ব্যতিক্রম বলতে, সম্প্রতি একটি সিনেমার জন্য ১৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন মাহি।