পরস্পরকে এড়িয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির চুক্তিতে শাকিব-বুবলি
শাকিব খান ও শবনম বুবলি— পর্দা নয়,তাদের বাস্তব জীবনের রসায়ন নিয়েই আপাতত সবার আগ্রহ বেশি। নতুন ছবির চুক্তি স্বাক্ষরে এসেও তার সেই রহস্য জিইয়ে রাখলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তারা দুজনই যেন দাঁড়িয়ে থাকলেন নিরাপদ দূরত্বে।
প্রযোজক আরটিভির সিইও আশিক রহমানের দু’পাশে বসে ছবি প্রসঙ্গে কথা বললেন তারা। মুখে কেউ কারো নামটিও উচ্চারণ করলেন না।
শাকিব বলেন, ‘আরটিভির সঙ্গে এটিই আমার প্রথম সিনেমা। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান ভাই ভীষণ সাংস্কৃতমনা মানুষ। অনেক আগে থেকেই তার সঙ্গে আমার সিনেমা নিয়ে কথা হয়েছে। যখন আশিক ভাইয়ের মতো কিছু মানুষ সিনেমার গল্প শোনায়, আমাদের দেশের সিনেমা বিদেশে প্রদর্শনের স্বপ্ন দেখায় তখন কাজের আগ্রহ অনেকটা বেড়ে যায়।’
বুবলি বলেন, আমি আজ রাতে খুব খুশি। এতো বড় একটা মহামারির পর এতোঁ সুন্দর আয়োজনের অংশীদার হতে পেরে খুব ভালো লাগছে।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে উদেশ্য করে বলেন, এমন সংস্কৃতমনা মানুষ এমন স্টেপ নেওয়া, সিনেমার সঙ্গে যুক্ত, সব মিলিয়ে আমি খুব হ্যাপী। এই ছবির পরিচালক তপু খান যখন আমাকে গল্প বলছিলো, এটা আমার প্রথম ফিল্ম আমি সবার সাপোর্ট চাই। আজকে আমি বলছি তপু ভাই আপনি সব সাপোর্ট পাবেন।
এতক্ষণ কথা বললেন কিন্তু কেউ-ই কারও দিকে তাকালেন না, এমনকি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ উপেক্ষা করে ফটোসেশনে একসঙ্গে দাঁড়ালেনও না শাকিব-বুবলি। সবসময়ে তাদের পাশে রাখলেন নতুন ছবির পরিচালক তপু খানকে। শুধু সাংবাদিকদের প্রশ্ন-উত্তরের জন্য কিছু সময়ের জন্য পাশে বসেন তারা।
শুরু আর শেষটা প্রায়ই একইরকম হলো। অনুষ্ঠানস্থলে হাসিমুখে একসঙ্গে ঢুকলেন তারা দুজন। এমনকি অনুষ্ঠান ছেড়ে যাওয়ার সময় শাকিব আগে গাড়িতে উঠলেও বুবলীর জন্য রেখে গেলেন নিজের ব্যক্তিগত সহকারীকে। যিনি বুবলিকে রক্ষা করে চললেন দর্শক ভিড় থেকে, আর নিরাপদে তুলে দিলেন গাড়ি অবধি!
এদিকে পরিচালক তপু জানালেন, ২০ মার্চ থেকে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।
/বাংলা ট্রিবিউন ও আরটিভি অনলাইন