পাঁচ রূপে পাঁচদিন মোশাররফ করিম
ঈদ মানেই মোশাররফ করিমের বিশেষ চমক। খণ্ড আর ধারাবাহিক নাটকের মজাদার সব চরিত্রে অভিনয় করে ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেন এ অভিনেতা। সেই ধারাবাহিকতা থাকছে এাবারও। তবে আরও বাড়তি আয়োজনে। মোশাররফ করিম জানান, এবার অন্য টিভি চ্যানেলগুলোর বিশেষ নাটকের পাশাপাশি শুধু বৈশাখী টেলিভিশনেই প্রচার হবে তার পাঁচটি নাটক। বিশেষ এ নাটকগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।
পাঁচটি নাটকে ভিন্ন ভিন্ন মজার চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এ অভিনেতা। নাটকগুলো হচ্ছে- কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন উর্মিলা ও সোহেল খান। দয়াল শাহের রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। এতে আরও আছেন শার্লিন ও ঝুনা চৌধুরী। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভর পরিচালনায় নাটক ‘অভিনন্দন’।
এতে আরও আছেন জান্নাতুল পিয়া, শহিদুল্লা সবুজ। হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযত্নে চোর’। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন নাদিয়া নদী, কচি খন্দকার। এবং মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদীর সেইসব দিনরাত্রি’। এতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন দিলারা জামান, স্নেহাশীষ অভি, ওয়াহিদ আকরাম।