পাইরেসি নিয়ে শাকিবের ভাবনা
ঢাকাই চলচ্চিত্রে পাইরেসির অন্যতম ভুক্তভোগী শাকিব খান। কিং খান বলে কথা! সম্প্রতি মানবজমিনে প্রকাশ এক সাক্ষাৎকারে পাইরেসি রোধ নিয়ে কথা বলেছেন তিনি।
কামরুজ্জামান মিলুর ওই সাক্ষাৎকারের অন্যান্য বিষয়ও উঠে এসেছে। পাইরেসি রোধ নিয়ে শাকিব বলেন, ‘পাইরেসি, ছবির মেশিনসহ বেশ কিছু সমস্যা রয়েছে আমাদের। ছবি চালানোর জন্য উপযুক্ত মেশিন নেই। বেশিরভাগ ছবি পেনড্রাইভে চালাতে হয়। সিনেমা হলে উপযুক্ত মেশিন কিনে এনে বসালে দুই সপ্তাহে অন্য কাউকে ১৭০০০ করে টাকা হলমালিকদের দিতে হবে না। তাছাড়া তখন প্রযোজক ও হলমালিকও ব্যবসা ভালো করবে। হলমালিকদের সেই ব্যবস্থা নিতে হবে। আর র্যাবের একটা বিশেষ টিম কাজ করছে। তবে পাইরেসি রোধের জন্য শক্ত আইন দরকার।’
যৌথ প্রযোজনা বিতর্ক নিয়ে বলেন, ‘ছবিগুলো কেমন হচ্ছে?
এ পর্যন্ত যৌথ প্রযোজনার যেসব ছবি নির্মাণ হয়েছে আমার জানামতে খুব একটা ভালো ব্যবসা করেনি। তবে যৌথ প্রযোজনার বিরুদ্ধে আমি না। শুধু এটুকু বলব, যৌথ প্রযোজনার ছবিগুলো যেন যৌথ প্রতারণা না হয়। কারণ যৌথ প্রযোজনার কাজ খুব ভালো। বাজেটের দিক থেকে ভালো এবং এপারের আর্টিস্ট-ওপারের আর্টিস্ট মিলে একটা ভালো কাজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুদেশের নির্মাণাধীন এ ছবিগুলো সঠিকভাবে সঠিক নিয়মে নির্মাণ হলে ভালো কিছুই হবে।’
জাজের একটি যৌথ প্রযোজনায় অভিনয় করতে যাচ্ছে শাকিব। এ প্রসঙ্গে বলেন, ‘জাজের সঙ্গে আমার ছবিটা চূড়ান্ত হওয়ার পর নায়িকাও চূড়ান্ত হয়েছে। এ ছবিতে আমার বিপরীতে থাকছেন শ্রাবন্তী। ছবির কাজে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় এক মাসের জন্য ভারতে যাব।’