Select Page

পুরান ঢাকায় শুরু মাহি-রোশান জুটির প্রথম ছবি

পুরান ঢাকায় শুরু মাহি-রোশান জুটির প্রথম ছবি

২০১৯-২০ সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে তৈরি হচ্ছে ‘আশীর্বাদ’। ছবিতে বিশেষ শিশু ও মুক্তিযুদ্ধের গল্প উঠে আসবে। এর প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জেনিফার ফেরদৌস। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। আর এটি জুটি হিসেবে তাদের প্রথম ছবি।

জানা গেল,  গল্পটা সত্তর দশকের। দরকার একটু পুরনো সময়ের বাড়িঘর, মানুষ ও তাদের নামটাও। সে কারণে মাহি ও রোশান রবিবার শুটিং করলেন পুরান ঢাকার সূত্রাপুরে। সেখানে তাদের ডাকা হচ্ছে সুবর্ণা ও আসাদ নামে!

‘আশীর্বাদ’ পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা বাংলা ট্রিবিউনকে  বললেন, ‘এই সিনেমার প্রেক্ষাপট পুরনো, সত্তরের দশক। তখন আসাদ বা সুবর্ণা নামগুলো খুব জনপ্রিয় ছিল। সেই সময়টা ধরতেই নাম দুটি রাখা। সেই সময়ের খোঁজেই আমরা এখন হাজির হয়েছি পুরান ঢাকায়।’

আরও জানালেন, সূত্রাপুরে দু’দিনের কাজ। এরপর আরও দু’দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন মাহি ও রোশান। তারপর আরও দু’দিন কাজ চলবে অটিজম সেন্টারে।

দু’দিন করে কাজ করার বিষয়ে মানিক বললেন, ‘সেভাবে কোনও পরিকল্পনা নয়, ঢাকার ভেতরে এই তিনটি জায়গার দৃশ্য আমাদের লাগবে। খুব বেশি নয়, অল্প করে। তাই দুই দিন করে সময়টা রাখা। এরপর আমরা ঢাকার বাইরে রওনা দেবো।’

সূত্রাপুরে শুটিং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১ অক্টোবর থেকে ঢাকা ভার্সিটি ও অটিজম সেন্টারে শুটিং হবে।


Leave a reply