পূর্ণিমার জন্মদিন আজ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ।
পূর্ণিমার পারিবারিক নাম দিলারা হানিফ রীতা। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৯৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার।
কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমা ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সেরা নায়িকা হিসেবে।
পূর্ণিমা অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো মায়ের সম্মান, খবরদার, ইবলিশ, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, লাল দরিয়া, জামাই শ্বশুর, মনের মাঝে তুমি, মেঘের পরে মেঘ, শাস্তি, টাকা, হৃদয়ের কথা, বাধা, সাথী তুমি কার, জীবনের চেয়ে দামী, আকাশছোঁয়া ভালোবাসা, সবাইতো ভালোবাসা চায় ,চিরদিনই তুমি আমার, শ্রমিক নেতা,মা আমার স্বর্গ ,মায়ের জন্য পাগল,মাটির ঠিকানা, রাজা সূর্য খাঁ ইত্যাদি। এছাড়া অসংখ্য টিভি নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে থাকে।
মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ ছবিটি। বর্তমানে তিনি অভিনয় থেকে দূরে আছেন।
বিএমডিবি পরিবারের পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।