শুরু হয়েছে ‘পোস্টার’র ধারণ কাজ
ঢাকা বিভিন্ন লোকেশানে শুরু হয়েছে শর্টফিল্ম ‘পোস্টার’র ধারণ কাজ। জহির রায়হানের গল্প অবলম্বনে শর্টফিল্মটি পরিচালনা করছেন আহসিফ খান।
২০ জুলাই শুক্রবার ঢাকার মিরপুর ৬-র বিভিন্ন লোকেশন হয়ে উঠে পোস্টারের সেট। গল্পের প্রয়োজনে দেয়ালে দেয়ালে সেটে দেয়া হয় পোস্টার।
নির্মাতা সুত্র জানায়, বেশ ভীড় ও বৃষ্টির মধ্যে তাদের প্রথম দিনের কাজ করতে হয়েছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় শুটিং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়।
ছবিটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, পোস্টার একটি আদর্শের গল্প, সেই সাথে মধ্যবিত্ত বাঙালি মানসিকতা আর গল্পের প্রয়োজনে ঢুকে পড়া বাস্তবতা।
ছবিটির স্ক্রিপ্ট করেছেন মাহ্দী হাসান আর ক্যামেরায় আছেন বিদ্রোহী দীপন। ফরেভার থার্টি টু ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিবেশনায় আছে সিনেমাপিপলস।