পোস্টারে পাওয়া গেল মাথা ঢাকার জবাব!
‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রিমিয়ার শো-তে বঙ্গবন্ধুর নামখচিত টুপি পরে এসেছিলেন আরিফিন শুভ। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানান, পরের ছবির লুক যাতে ফাঁস নয়, এ কারণে এমন সাজ নিয়েছিলেন। এবার সেই লুক আনুষ্ঠানিকভাবে ফাঁস হলো, এলো ‘নূর’ ছবির ফার্স্টলুক পোস্টার।
নতুন লুক প্রকাশের মধ্যে দিয়ে শুভ শুধু সেদিনের রহস্যই ভাঙ্গলেন না, সঙ্গে নতুন মেজাজে হাজির হলেন। নিসন্দেহে রায়হান রাফী তাকে ভিন্নভাবে সাজিয়েছেন।
গত আগস্ট মাসে শুরু করেছিলেন ‘নূর’ ছবির দৃশ্যধারণ। মূলত এর লুকের প্রয়োজনে চুলটাকে একেবারে ছেঁটে ফেলা হয়েছিল তখন। সেটার দৃশ্যধারণ ও অন্যান্য কাজ চলায় গত পাঁচ মাস নিজেকে রহস্যাবৃত করে রেখেছিলেন এই চিত্রনায়ক।
পোস্টারে দেখা যায়, পেছনে ময়লা জমা রুগ্ন দেয়াল। তার মাঝে নানা আঁচড়, সেসব আঁচড়ে কারও প্রতিচ্ছবি। দেয়ালের সামনে বসে রয়েছে এক যুবক। তার পরনে নীলচে পোশাক। যেটা সাধারণত মানসিক রোগীদের পরানো হয়। কদমছাঁট চুল, মুখে অসংখ্য কাটাছেঁড়ার দাগ। চোখে-মুখে আতঙ্ক, অসহায়ত্ব আর ক্ষোভের ছাপ। বিধ্বস্ত আরিফিন শুভ একটি ছবি হাতে পাগলের মতো বসে আছেন। ছবির তরুণীটি জান্নাতুল ফেরদৌস ঐশী।
পোস্টার শেয়ার করে শুভ ও পরিচালক রাফী ফেসবুকে লিখেছেন, ‘এই যে তুমি পাশেই আছো কিন্তু আমার কাছে নাই, আমার মতো এমন জীবন কেউ কখনও বাঁচে নাই!’
এই বাক্য দুটোই ছবির মূল গল্পের আঁচ দিচ্ছে। সিনেমাটির গল্প রোমান্টিক-ট্র্যাজিক ঘরানার।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এর নির্বাহী প্রযোজক শুভ নিজেই। নায়ক বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনও দেখিনি।’
সিনেমাটির মুক্তির তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।