Select Page

পোস্টার থেকে শুরু ‘রসের বাইদানী’র আকর্ষণ

পোস্টার থেকে শুরু ‘রসের বাইদানী’র আকর্ষণ

ও রসিয়া নাগর, আমার মন পিঞ্জিরার মন তুমি আমার আমি তোমার প্রেমেরই বাঁধন ওগো প্রেমেরই বাঁধন…

সুরকার ইউনুস আলীর চমৎকার সংগীতায়োজনে সফদার আলী ভূঁইয়া পরিচালিত ‘রসের বাইদানী’ (১৮/০৫/১৯৮৪) চলচ্চিত্রের এ গান ছিল তখনকার সময়ের তুখোড় জনপ্রিয়তা পায়।

সে সময়ের রেডিওতে নিয়ম করে বাজানো হতো গানটি। রুনা লায়লার জাদুকরী কণ্ঠে এ গান চলচ্চিত্রটিকে দিয়েছিল আলাদা পূর্ণতা। অভিনয়ে ছিলেন সুপারস্টার ওয়াসিম, রোজিনা, প্রবীর মিত্র, রাজ, দুলারী, মতিসহ অনেকে।

এক বেদে কন্যার সঙ্গে জমিদার ছেলের প্রেম-বিরহ নিয়েই ‘রসের বাইদানী’র জমজমাট গল্প। চমৎকার পোস্টারেও স্থান পেয়েছে এর আবহ। একটু লক্ষ্য করলে পোস্টারে দেখা যাবে, বিশাল এক সাপের ফণার ভেতর ছোট্ট এক বাচ্চা নিয়ে অভিনেতা প্রবীর মিত্র দাঁড়িয়ে আছে। ব্যাস… আর কিছু দরকার নেই, ওই এক টুকরো দৃশ্যেই চোখ আটকে থাকত তখনকার সব সিনেমা পাগল দর্শকদের। বিশেষ করে মফস্বলের দর্শকেরা বেশি আকৃষ্ট হতো এমন সব দৃশ্যে।

দারুণ এক আগ্রহ সৃষ্টি হতো তখন তাদের মনে, সাপের ফণার ভেতর একজন দাঁড়িয়ে আছে আবার কোলে বাচ্চা? কেন এমন হলো? কী হতে পারে? এ সব বিস্ময় কাজ করতো সাধারণ দর্শকদের মাঝে। যা তাদের ছবি দেখতে বাধ্য করতো।

এ রকম অসংখ্য চলচ্চিত্র আছে। উদাহরণস্বরূপ শামসুদ্দিন টগর পরিচালিত সুপার হিট ‘বানজারান’-এর কথা বলা যায়। এ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ওয়াসিম, শাবানা, বাবর, জুলিয়া ও আনোয়ারা। ‘বানজারান’-এর পোস্টারেও বিশাল এক সাপের মাথার ভেতর আনোয়ারার ছবি ভেসে থাকতে দেখা গেছে। তখনও এমন পোস্টার দেখে দর্শকদের মনে এমনই আগ্রহ তৈরি হয়েছিল, যা দেখতে দর্শকেরা ছুটে গিয়েছিল সিনেমা ঘরে।

একটি চলচ্চিত্রের সফলতার পেছনে সেসব চলচ্চিত্রের পোস্টার যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার সাক্ষী এসব ছবির সাফল্যই। সে সময়ে প্রতিটি চলচ্চিত্রের পোস্টারেই একটি করে চমক থাকতো, বিশেষ করে ফোক ফ্যান্টাসি ছবির ক্ষেত্রে। কখনো সাপের ফণার ভেতর মানব-মানবী, তো কখনো বিশাল দৈত্যের হাতে পুরো মহল উড়িয়ে নেওয়া, আবার মাছরূপী নারী সঙ্গে বাঘ-সিংহের মারামারি। যা দেখে আসলেই চমকাতে হয়, দর্শকদের মধ্যে আলাদা এক আগ্রহের সৃষ্ট হতো। এখনকার চলচ্চিত্রের পোস্টারে এ ধরনের কথা স্বপ্নেও ভাবা যায় না।

তুমি আমার বারো মাসি গান রে বন্ধু রে

তুমি আমার পরানের পরান

মন যমুনায় তুইলা বান

উঠাইয়াছো ঝড় তুফান

জীবন যৌবন তোমায় করলাম দান-রে বন্ধু

তুমি আমার পরানের পরান……

ও হ্যাঁ, রুনা লায়লা ও খুরশীদ আলমের গাওয়া এ গানটিও ‘রসের বাইদানী’র।

শাবনূর ও শাকিব খানকে নিয়ে পরবর্তীতে আজাদী হাসনাত ফিরোজ নির্মাণ করেছিলেন ‘রঙিন রসের বাইদানী’, যা মুক্তি পেয়েছিল ২০০৬ সালের ৪ আগস্ট।


Leave a reply