Select Page

পোস্টার প্রকাশ করে ‌‘ইন্ডাস্ট্রির ক্ষতি’ হচ্ছে দাবি আরশাদ আদনানের

পোস্টার প্রকাশ করে ‌‘ইন্ডাস্ট্রির ক্ষতি’ হচ্ছে দাবি আরশাদ আদনানের

ঈদুল ফিতরে এক ডজনের বেশি সিনেমা মুক্তির ঘোষণা রয়েছে। এ কারণে পোস্টার, টিজার, ট্রেলার বা গানের ছড়াছড়ি এখন সোশ্যাল মিডিয়ায়। এরই মাঝে ঈদুল আজহায় বা তারিখ ঘোষিত হয়নি এমন সিনেমার পোস্টার প্রকাশকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ইন্ডাস্ট্রির ক্ষতি বলে মনে করেন আরশাদ আদনান।

হিমেল আশরাফ, শাকিব খান ও আরশাদ আদনান

শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার এ প্রযোজক আজকের খবরকে বলেন, ‘ছবির একটি দৃশ্যও চিত্রায়ন হয়নি। মুক্তির সিদ্ধান্ত অনেক পরে। এ অবস্থায় নামসর্বস্ব সিনেমাগুলোর পোস্টার উন্মোচন কী ধরনের ধামাকা হতে পারে? এটা কোনোভাবেই কাম্য নয়। আমি বলবো এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইন্ডাস্ট্রির ক্ষতি করছে কতিপয় লোক।’

উল্লেখ্য যে শাকিব খানের জন্মদিন উপলক্ষে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ ও রায়হান রাফীর ‘তুফান’-এর পোস্টার প্রকাশ হয় ২৮ মার্চ। এর পরদিন সিয়াম আহমেদের জন্মদিনে প্রকাশ হয় ‘জংলি’র পোস্টার, ছবিটি পরিচালনা করছেন আর রাহিম। এর মধ্যে ‘দরদ’ মুক্তির তারিখ এখনো ঘোষিত হয়নি। অন্যদিকে শুটিং শুরু না হলেও ‘তুফান’ ও ‘জংলি’ ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। এছাড়া কিছুদিন আগে টিজার প্রকাশের মাধ্যমে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছে সানী সানোয়ারের ‘এষা মার্ডার: কর্মফল’।

পোস্টার উন্মোচন প্রসঙ্গে আরশাদ আরো বলেন, ‘ঈদকে ঘিরে সারা বছর সবাই অপেক্ষা করে। সেভাবেই সবাই মার্কেটিং প্ল্যান সাজায়। বিনোদন সাংবাদিকরাও সেভাবে নিউজ কাভারেজ দিয়ে পাশে থাকেন। এ অবস্থায় কোন বিবেচনায় তারা এসব সিনেমার পোস্টার উন্মোচন করছে তা আমার বোধগম্য নয়। আমি মনে করি এ জায়গায় বিনোদন সাংবাদিক ভাইদেরও বড় ভূমিকা রয়েছে।’

‘রাজকুমার’ ছাড়াও ঈদের সিনেমার মধ্যে আলোচনায় রয়েছে দেয়ালের দেশ, কাজল রেখা ও ওমর।


Leave a reply