প্রকাশ হল বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭
বাংলাদেশি চলচ্চিত্র শিল্প নিকট ইতিহাসের সবচেয়ে দুর্যোগ-বিষাদময় সময় পার করছে। এ সময়ে দেশি চলচ্চিত্রের একমাত্র অনলাইন ডেটাবেজ বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র উদ্যোগে প্রথমবারের মতো ঈদ সংখ্যা ই-বুক প্রকাশ করা মোটেও তৃপ্তিদায়ক ঘটনা নয়। আমরা চেয়েছিলাম, ঈদের ছুটিকে আরো আনন্দময় করে তুলতে দেশিয় বিনোদন আঙ্গিনা বিশেষতঃ চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যবহুল আকর্ষণীয় লেখাসমৃদ্ধ একটি ই-বুক প্রকাশের জন্য। আর এ কারণেই– এই দূর্যোগপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও আপনাদের হাতে বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক ২০১৭ তুলে দিলাম।
অন্য আর সকল ব্যবসার মতোই চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন একটি ব্যবসা। এর বাজারের ক্রমবিস্তৃতিই এই ব্যবসাকে সম্প্রসারিত ও দীর্ঘায়ু করে। পাশ্ববর্তী দেশ ভারত তার চলচ্চিত্রের বাজার বিস্তৃতির জন্য সবসময়ই সচেষ্ট ছিল। দুঃখজনক, চলচ্চিত্রের কাহিনি থেকে শুরু করে আর্থ-সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে ভারতকে অনুসরণে আমাদের বিপুল আগ্রহ থাকলেও বাংলাদেশি চলচ্চিত্রের বাজার সংরক্ষণ ও বৃদ্ধিতে এর নীতি-নির্ধারকদের আগ্রহ কখনোই লক্ষ্যনীয় হয়নি। বিশাল বাজেটে উন্নতমানের চলচ্চিত্র নির্মাণকারী দেশ চীন তার বাজারে বছরে মাত্র ৩৪টি বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ দিয়ে একই সাথে তার বাজার রক্ষা ও সম্প্রসারণের সুযোগ তৈরি করে যাচ্ছে এই ২০১৭ সালেও, অথচ আমরা চলচ্চিত্র শিল্পের দুরাবস্থায় ঈদের ছুটিতে মূল ব্যবসা করার সুযোগ দিচ্ছি ভারতীয় ছবিকে। অদূর ভবিষ্যতে ঈদের সময়ে এ দেশে ভারতীয় হিন্দি চলচ্চিত্র মুক্তি পাবে– এই ভবিষ্যদ্বাণী করতে খুব বেশি চিন্তা করার প্রয়োজন হয় না। সব মিলিয়ে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জন্য ২০১৭ একটি কালো বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
ঈদ সংখ্যা ই-বুকটি আমরা সাজিয়েছি বিবিধ বিষয়ে মাত্র দশজন লেখকের প্রবন্ধ দিয়ে। তারা কেউ বিখ্যাত লেখক বা গবেষক নন। তবে সবাই বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমী এবং বাংলা চলচ্চিত্রের নিয়মিত দর্শক। স্বল্প সময়ে ই-বুকের জন্য লেখা জমা দেওয়ায় তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
তাড়াহুড়ো করে ঈদ সংখ্যা প্রকাশ করতে গিয়ে এর নকশা ও বিন্যাসে আরো সময় ব্যয় করার সুযোগ হয়ে উঠেনি, এজন্য পাঠকের কাছে আমাদের আন্তরিক ক্ষমাপ্রার্থনা। এছাড়া সম্পাদনাগত কিছু অপূর্ণতা রয়েই গেল। ভবিষ্যতে বিএমডিবি ঈদ সংখ্যা ই-বুক প্রকাশে আরো মনযোগী হওয়ার প্রতিশ্রুতি প্রদান করছি।
বিএমডিবি-র ঈদ সংখ্যা ই-বুক ২০১৭ যদি আপনাকে সামান্য পরিমাণ বিনোদিত এবং আলোকিত করতে সক্ষম হয় তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। বিএমডিবি ঈদ সংখ্যা পড়ুন, মন্তব্য করুন এবং আরো পাঠকের কাছে ছড়িয়ে দিন।
বিএমডিবি-র ঈদ সংখ্যা ই-বুক ডাউনলোড করা যাবে এখান থেকে:
এছাড়া ওয়েবসাইট থেকে পড়ুন এখানে:
আপনার ঈদ হোক বাংলাদেশি বিনোদনময়। ঈদ মোবারক!