Select Page

প্রথমদিনে ‘ঢাকা অ্যাটাক’-এর আয় কত?

প্রথমদিনে ‘ঢাকা অ্যাটাক’-এর আয় কত?

ঢাকা অ্যাটাক’ সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন জানান, প্রথমদিনে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে চার কোটি টাকা। এর মধ্যে নেট সেল ১ কোটি ৫ লাখ থাকা।

‘ভীষণ খবর, ভাল খবর’ শিরোনামের এক পোস্টে তিনি তিনটি পয়েন্ট উল্লেখ করেন—

“১. কাল রাতে মধুমিতা হলের সিনেমা হলের মালিক নওশাদ ভাই ফোন করেছিলেন অভিনন্দন জানানোর জন্য, তা হলে কাল প্রথম দিনেই তিনটা শো হাউসফুল গেছে। এটা রেকর্ড। তিনি আমাকে দোয়া করেছেন। তার আর্শীবাদ মাথা পেতে নিলাম। এ আমার সৌভাগ্য।

২. ঢাকা অ্যাটাকের ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট সেলে হয়েছে। এটা গ্রস সেল, নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড।

৩. আজ সকালে বলাকা সিনেমা হলের ম্যানেজার জানালো সাধারণত ২য় দিনে সেল পড়ে যায়। আজ আরো বেড়েছে। সকালে হাউসফুল যাচ্ছে বলাকা।

এই কৃতিত্ব ঢাকা অ্যাটাক টিমের সবার। আর সবচেয়ে বেশি আপনাদের যারা কাল সিনেমা হলে থেকে বেরিয়ে আজ অন্যদের হলে এনেছেন। আমরা পারি। বাংলাদেশ পারে।”

এদিকে গো জানায় প্রধান কয়েকটি হলে ‘ঢাকা অ্যাটাক’-এর নেট সেল রিপোর্ট। ঢাকার বলাকা হলে প্রথম দিনে সেল হয়েছে ১৮৪৫৯০ টাকা। মধুমিতা হলে সেল হয়েছে ১১৬৪২০ টাকা। সনিতে সেল হয়েছে ৮৫২৮০ টাকা। শ্যামলী সিনেমা আয় করেছে ৮৫৪৪৭ টাকা। টঙ্গীর চম্পা কলিতে সেল হয়েছে ১৫২২৪৬ টাকা। সাভারের সেনা অডিটরিয়ামে প্রথম দিনে আয় করেছে ১২১০৪২ টাকা। নারায়নগঞ্জের নিউ মেট্রোতে  আয় করেছে ১০৫২৬০ টাকা। ময়মানসিংয়ের ছায়াবানী আয় করেছে ১৬৭৭৬২ টাকা। সিলেটের নন্দিতাতে আয় করেছে ১৪৭০৭৮ টাকা। যশোরের মনিহারে সেল হয়েছে ১৪৬৮১০ টাকা। চট্রগ্রামের আলমাস আয় করেছে ৮৮৮৫০ টাকা। রংপুরের শাপলা সিনেমা আয় করেছে ১১৫৫৩৬ টাকা। রাজশাহীর উপহার আয় করেছে ১৩৫৫২০ টাকা। জয়দেবপুরে চন্দনায় সেল হয়েছে ১১৯৩০০ টাকা।

ছবিটির সেল সম্পর্কে জানতে কথা হয় পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের ধারণা ছবিটি কয়েক সপ্তাহ ধরে চলবে সারা দেশের সিনেমা হলে। এছাড়া দেশের বাইরেও ছবিটি মুক্তি দিতে প্রস্তত আমরা। কয়েকদিনের মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি।’


Leave a reply