Select Page

প্রযোজকের অভাবে অনুদানের দুই বছর পরও শুরু হয়নি অমিতাভ রেজার ‘১৯৬৯’

প্রযোজকের অভাবে অনুদানের দুই বছর পরও শুরু হয়নি অমিতাভ রেজার ‘১৯৬৯’

২০২১-২২ অর্থবছরে ‘১৯৬৯’ নামের সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন অমিতাভ রেজা চৌধুরী। কিন্তু এরপর দুই বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি কাজ। কারণ হিসেবে জানালেন, সহপ্রযোজক না পাওয়ায় সিনেমাটি শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি। এমনকি সম্পন্ন হয়নি কাস্টিংও।

এ বিষয়ে কালের কণ্ঠকে অমিতাভ রেজা বলেন, ‘ছবিটার জন্য ভালো বাজেট দরকার। ফান্ডিংয়ের অপেক্ষায় আছি। এ কারণে কাস্টিংয়ের ব্যাপারেও এগোতে পারছি না। তবে চরিত্রানুযায়ী কয়েকজন অভিনয়শিল্পীকে ভেবে রেখেছি। প্রযোজক খুঁজে পেলেই কাজটা শুরু করব।’

এর আগে হুমায়ূন আহমেদের ‘পেন্সিল আঁকা পরী’ উপন্যাসের চলচ্চিত্রায়নের জন্য অনুদান পান অমিতাভ রেজা। কিন্তু হুমায়ূন পরিবারের জন্য আর্থিক জটিলতার কারণে তিনি অনুদানের টাকা ফেরত দেন। ঠিক পরের বছরই আগরতলা ষড়যন্ত্র হামলা নিয়ে চিত্রনাট্যের জন্য অনুদান পান। ‘১৯৬৯’ নামের সেই সিনেমাটি আপাতত অনিশ্চিত হয় রইল।

এদিকে হৈচৈয়ের সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন অমিতাভ রেজা। চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সেপ্টেম্বরে সিরিজটির শুটিং করবেন বলে জানালেন নির্মাতা। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম।

বিজ্ঞাপনচিত্র ও ছোট পর্দার নির্মাতা হিসেবে অমিতাভ রেজা চৌধুরীর দীর্ঘ ক্যারিয়ার। বড় পর্দায় চমক দেখিয়েছেন ‘আয়নাবাজি’ (২০১৬) দিয়ে। বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল ছবিটি। এরপর ‘রিকশা গার্ল’ নামে একটি ছবি বানিয়েছেন বটে। সেটার মুক্তিও পেছাচ্ছেন দফায় দফায়। তবে এরই মধ্যে বিদেশী ওটিটির কল্যাণে দেশের অনেক দর্শক সিনেমাটি দেখে ফেলেছেন।


Leave a reply