সিনেমার গল্প নকল, অভিনয় নয়!
ট্রেলার মুক্তির পরপরই অনেকেই অভিযোগ তুলছেন ভালোবাসা দিবসের সিনেমা ‘প্রেমী ও প্রেমী’ হলিউডের ‘লিপইয়ার’ এর নকল। বিষয়টি অস্বীকার করেননি সিনেমাটির নায়ক আরিফিন শুভ। তিনি প্রিয় ডটকমকে সাক্ষাৎকারে জানান, ‘লিপইয়ার’ দেখেননি। অভিনয়ে কাউকে নকলও করেননি।
শুভ বলেন, ‘অনুকরণ, অনুসরণ আমি এ বিষয়গুলোতে যেতে চাই না। আমরা তাদের আইডিয়াটা নিয়ে ডেভেলপ করে কাজ করছি। আমাদের দেশের সামাজিক কিংবা সাংস্কৃতিক দিক বিবেচেনা করে গল্পের আদলটা নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। আমরা শুধু থিমটি নিয়েছি। এরপর আমাদের মতো করে গল্পটা বলেছি। আমাকে একবার বলা হয়েছিলো ছবিটি দেখার জন্যে। আমি দেখি নাই। কারণ আমি যদি ছবিটা দেখে ফেলি তাহলে কোনো না কোনোভাবে এর দ্বারা প্রভাবিত হবো।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে ছবিটা একটি জীবন্ত মৌলিক গল্পের মতো মনে হয়েছে। আমাকে পরিচালক গল্প শুনিয়েছে, এরপর মনে হয়েছে, বাহ দারুণ তো! তাছাড়া আমি তো কাউকে নকল করে অভিনয় করি না। তাহলে কেন দর্শকদের ভালো লাগবে না?’
নিজের অভিনীত চরিত্র নিয়ে শুভ বলেন, ‘চরিত্রের নাম সীমান্ত, সে জীবনে স্বাভাবিক একটা মানুষ ছিলো। এরপর একটা সময় গিয়ে তার জীবনে ঝড় আসে। তারপর সে একটু এলোমেলো হয়ে যায়। যার কারণে সে সমাজ থেকে নিজেকে আড়াল করে দূরে একটা পাহাড়ের কোণে ছোট্ট একটা রিসোর্ট পরিচালনা করে। সেখানে তার বাবার যে স্মৃতিটুকু সেটি নিয়েই থাকে। এরপর সেখানে বিদেশ থেকে আগত একটি মেয়ের সঙ্গে কাকতালীয়ভাবে তার পরিচয় হয়। সে মেয়েটির সঙ্গে তার জার্নি হয়। কেন হয়, কী কারণে হয় সেটি ছবিটি দেখলে বোঝা যাবে।’