‘ফাগুন হাওয়ায়’ হাতছানি
# ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমা ‘ফাগুন হাওয়ায়’
# প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার
# বেশ অর্থপূর্ণ প্রকাশনাটির কেন্দ্রে আছেন তিশা, সিয়াম ও যশপাল শর্মা
# ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি
ভাষা আন্দোলনের মতো উল্লেখযোগ্য ঘটনা নিয়ে কোনো সিনেমা হয়নি বাংলাদেশে। এই বৃহৎ আখ্যানের খানিকটা দেখা যাবে ‘ফাগুন হাওয়ায়’ নামের চলচ্চিত্রে। যেটি নির্মাণ করছেন তৌকীর আহমেদ। এর আগে এই অভিনেতা-নির্মাতার বেশ কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। যার কেন্দ্রে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। গত দশকের পঞ্চাশ দশকের আউটফিটে সেজেছেন দুই তারকা। তিশার হাতে রয়েছে দীনবন্ধু মিত্রের ক্লাসিক নাটক ‘নীল দর্পণ’। এ থেকে বোঝা যায়, ‘ফাগুন হাওয়ায়’ তাদের দেখা যাবে সংস্কৃতিকর্মী হিসেবে।
পোস্টারে আরও রয়েছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা। তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।
ভাষা আন্দোলনের আবহ আনতে পোস্টারে যোগ করা হয়েছে ওই সময়ের মিছিলের দৃশ্য যাতে রয়েছে নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড।
সব মিলিয়ে পোস্টার হিসেবে বেশ অর্থবোধক ও শৈল্পিক হয়েছে। এছাড়া পোস্টারে আরও কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যায়, যা এড়ানো যেত।
‘ফাগুন হাওয়ায়’ আরও অভিনয় করছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ।
চলতি বছরের ১০ মার্চ সিনেমাটির শুটিং শুরু হয়। ১৯৫২ সালের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে বেছে নেওয়া হয়েছে পাইকগাছার প্রায় শতবর্ষী কিছু পুরনো ভবনকে। আছে কপোতাক্ষ নদও। এর মধ্যে ছিল রাড়ুলী গ্রামে ১০০ বছরের বেশি পুরনো প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) প্রতিষ্ঠিত আরকেবিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের একটি ভবন। এর ৯০ শতাংশ শুটিং পাইকগাছায় করা হয়েছে বলে জানা যায়।
অভি কথাচিত্রের পরিবেশনায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ৮ ফেব্রুয়ারি। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ‘ফাগুন হাওয়ায়’।