Select Page

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যানে’ তাহসান

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যানে’ তাহসান

মোস্তফা সরয়ার ফারুকীর উচ্চাভিলাষী চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তাহসান। এ ছবিতে ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী আর অস্ট্রেলিয়ার মিশেল মেগানের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন তিনি। এই প্রথম দিয়েছে প্রথম আলো

কয়েক দিন ধরে রূপ বদলের চেষ্টা দেখা যাচ্ছিল তাহসানের মধ্যে। দাড়ি-গোঁফ রেখে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সেই ভোল বদলের রহস্য উন্মোচিত হলো।

‘নো ল্যান্ডস ম্যান’ তৈরি হবে ইংরেজি ভাষায়। এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ ছাড়া ছবির প্রযোজকের তালিকায় নাম আছে বাংলাদেশের স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, মার্কিন প্রযোজক শ্রীহরি শাথে, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্রটিতে সহ-প্রযোজনায় রয়েছে বঙ্গ-বিডি।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবির চিত্রনাট্য ২০১৪ সালে বুসান চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এ ছাড়া একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার জিতেছে। আর ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোগে দেওয়া অ্যাপসা ফিল্ম ফান্ডও পেয়েছে।

‘নো ল্যান্ডস ম্যান’ ছবির দলের পক্ষ থেকে জানা গেছে, শিগগিরই শুরু হবে এর শুটিং।

এ দিকে তাহসানের ক্যারিয়ারের এখন পর্যন্ত একমাত্র ছবি ‘যদি একদিন’ মুক্তি পেয়েছে চলতি বছরের মার্চে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তার নায়িকা ছিলেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


মন্তব্য করুন