ফিল্ম, ওয়েব ফিল্মে পরীমণির কামব্যাক
মাতৃত্বের কারণে অনেক দিন সিনেমার শুটিংয়ে নেই পরীমণি। তবে ব্যক্তিগত ঝুট-ঝামেলায় নিয়মিতই ছিলেন শিরোনামে। আর এমনিতেই সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ তাকে ফলো করেন। সব মিলিয়ে চোখের আড়াল হওয়ার কোনো সুযোগই ছিল না।
সম্প্রতি বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরেছেন পরীমণি। এবার সিনেমায়ও ফিরছেন। তাকে আছে ওয়েব ফিল্মের কাজও।
সরকারি অনুদানের ‘ডোডার গল্প’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প।
ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নাজমুল হক ভূঁইয়া। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। এর আগে মহুয়া সুন্দরী, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, মুখোশ- এ সব অনুদানের সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।
এ নায়িকার হাতে থাকা ওয়েব ফিল্ম পরিচালনা করছেন রায়হান রাফী। নির্মিতব্য এ ফিল্মের নামটি এখনো চূড়ান্ত নয়। তবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে প্রচার মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে স্ট্রিমিং হবে এটির। চলছে ওয়েব ফিল্মটির প্রস্তুতি পর্বও। কারণ, দীর্ঘদিন পর নতুন কাজের শুটিংয়ে ফিরছেন পরী মণি। তাই তিনি মহড়ায় অংশ নিয়েছেন বলে গণামাধ্যমকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।
ওয়েব ফিল্মটি প্রসঙ্গে রাফী বললেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরী মণির কথা আমার মাথায় ছিল। এরপর একদিন তাঁকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমণি এই গল্পে রিহার্সলও করছে, গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’
এছাড়া কয়েক মাস আগে আবু রায়হান জুয়েল তার নতুন ছবির জন্য পরীর নাম ঘোষণা দিয়েছেন। আর অসমাপ্ত ‘প্রীতিলতা’র শুটিং সামনে শুরু হবে।
এদিকে সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে পরীর ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।