Select Page

‘ফুর্তিবাজ প্রযোজক বেড়েই যাচ্ছে’

‘ফুর্তিবাজ প্রযোজক বেড়েই যাচ্ছে’

1381173839.

‘সামনে ভয়াবহ কিছু সঙ্কটে পড়তে যাচ্ছে ইন্ডাস্ট্রি। এখন নতুন প্রডিউসাররা যারা রয়েছেন তারা মূলত চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরে নিজেদের ব্যক্তিগত ফুর্তিবাজি করার জন্যই আসেন। দিনকে দিন এই ক্যাটাগরির প্রযোজকদের সংখ্যা বেড়েই যাচ্ছে।’— এমন হতাশা শাকিব খানের

সম্প্রতি ইত্তেফাককে এ কথা বলেন তিনি। যৌথ প্রযোজনার চলচ্চিত্র নিয়ে শাকিব খান বলেন, ‘দুই বাংলা যৌথভাবে কাজ করলে আমাদের কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু প্রকৃত অর্থেই আমাদের লগ্নিকারীরা এতে সুবিধা পাচ্ছে কি-না তা খতিয়ে দেখা দরকার। আমার কাছেও এ রকম অনেক অফার আসে প্রায় প্রতি সপ্তাহে। প্রত্যেকে আমাকে ব্যক্তিগতভাবে কলকাতা গিয়ে ক’দিন শুটিং করে আসতে বলে। কিন্তু আমার জনপ্রিয়তার মাঠ তো বাংলাদেশে। এখন আমাদের স্যাটেলাইট চ্যানেল ওই দেশে চললে বুঝতাম যে, কলকাতায় আমাদের অবস্থান সমান সমান। সেটিও কিন্তু নেই। ওখানকার যে নায়কদের কোনো অবস্থান নেই ওরা এদেশে ‘সুপারস্টার’ খেতাব নিয়ে আমাদের জনপ্রিয় নায়িকাদের সাথে কাস্ট হচ্ছে। লজ্জাটা আমাদের নিজেদের হওয়া উচিত।’

কলকাতার চলচ্চিত্রে অভিনয় করা বাংলাদেশের অভিনেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা যখন ওপার বাংলার বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে কথা বলেন তখন অন্তত নিজের দেশের কথা মাথায় রেখে কথা বলা উচিত। ভাবা উচিত সে কী বলছে, কোন উদ্দেশ্য বলছে, যা বলছে তাতে তার নিজের, নিজের দেশের ভাবমূর্তি কোথায় যাচ্ছে!’


Leave a reply