ফের পরিচালনায় খিজির হায়াত, নতুন ছবি ‘কারার ওই লৌহ কপাট’
# ‘মি. বাংলাদেশ’র পর নতুন সিনেমার ঘোষণা দিলেন খিজির হায়াত খান
# তবে অভিনেতা হিসেবে নয়, এবার পরিচালকের পুরনো চেয়ারেই ফিরছেন
# ছবির নাম ‘কারার ওই লৌহ কপাট’। এর কাহিনী হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ব্যান্ডদলকে নিয়ে। তারুণ্যের উন্মাদনার পাশাপাশি তাদের দিনান্তের দুঃখ-কষ্ট ও প্রতিবাদের বর্ণনা থাকবে
# অনেকেটা বলিউডের ‘রঙ দে বাসন্তী’র মতো প্রাণবন্ত সিনেমা হবে বলে উল্লেখ করেন তিনি
খিজিত হায়াত খান অভিনীত ও প্রযোজিত ‘মি. বাংলাদেশ’ মুক্তি পেয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সিনেমার একটি পোস্টারে ব্যবহার করেছিলেন কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি। এবার জাতীয় কবির গানের শিরোনামে নির্মাত করতে যাচ্ছেন নতুন ছবি, থাকছেন পরিচালনায়। সিনেমাটি নাম ‘কারার ওই লৌহ কপাট’।
এ প্রসঙ্গে সারাবাংলা ডটনেটকে খিজির বলেছেন, ‘কারার ওই লৌহ কপাট ছবিটির চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। আশা করছি ফেব্রুয়ারি বা মার্চ মাসে দৃশ্যধারণ শুরু করতে পারবো। ২০১৯ সালের শেষ দিকে ছবিটি প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। আপাতত চিত্রনাট্য লিখি।’
কারা অভিনয় করছেন খিজিরের পরের ছবিতে? খিজির বলেন, ‘কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলাপ করে রেখেছি। এদেরকে চূড়ান্ত করবো চিত্রনাট্য লেখা শেষ করার পর।’
‘কারার ওই লৌহ কপাট’র কাহিনী হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ব্যান্ডদলকে নিয়ে। তারুণ্যের উন্মাদনার পাশাপাশি তাদের দিনান্তের দুঃখ-কষ্ট ও প্রতিবাদের বর্ণনা থাকবে সিনেমাটিতে। চলচ্চিত্রের বেশিরভাগ অংশের শুটিং হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
খিজির হায়াতের ভাষায়, ‘ভারতের রঙ দে বাসন্তী-র মতো প্রাণবন্ত সিনেমা হবে কারার ওই লৌহ কপাট।’
খিজির হায়াত খান ‘অস্তিত্বে আমার দেশ’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আসেন। এরপর নির্মাণ করেন দেশের প্রথম স্পোর্টস ছবি ‘জাগো’। এবার নির্মাণ করতে যাচ্ছেন ‘কারার ওই লৌহ কপাট’। মাঝে ‘প্রতিরুদ্ধ’ নামের একটি সিনেমার শুটিং করলেও কোনো আপডেট নেই বর্তমানে।