বউ সেজে মাহি
ভক্তদের কাছে দোয়া চেয়েছেন মাহি। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনায় সাংবাদিকদের মাধ্যমে ভক্তদের কাছে শুভ কামনা চান তিনি।
মাহি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে আমার লাখো ভক্ত তৈরি হয়েছে। সকলের ভালোবাসায় আমি আজ মাহিয়া মাহি হতে পেরেছি। সবাই আমাকে গ্রহণ করেছেন, আমার অভিনীত ছবিগুলো দেখেছেন বলেই আমি আজকে এই অবস্থানে আসতে পেরেছি।’
পাশে ছিলেন স্বামী মাহমুদ পারভেজ অপু। মাহি আরো বলেন, ‘এখন আর আমি একা নেই। আমার বাকিটা জীবনে চলার জন্য একজন সাথী খুঁজে পেয়েছি। সারাজীবন যেন একসঙ্গে পাশাপাশি চলতে পারি এবং নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে এক ছাদের নিচে বসবাস করতে পারি সেজন্য আমার সকল ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাই।’
বিবাহোত্তর অনুষ্ঠানে মাহির আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন। কিন্তু কোনো তারকাকে এখনো দেখা যায়নি।
মাহি জানান ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে। তাহলে কী চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দিবেন আপনি? এমন প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, ‘চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। যেহেতু বিয়ের পর সিলেটেই থাকব আমি, তাই বছরে দু-একটি চলচ্চিত্রে কাজ করব। এর বেশি না। কারণ আমি আমার বর্তমান জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাচ্ছি।’
কয়েক বছর ধরে শোনা যাচ্ছে মাহির সঙ্গে সিলেটের এক তরুণের সম্পর্ক রয়েছে। তাদের নানা সময়ে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। সে সম্পর্ক এবার পরিণতি পেল।
২০১২ সালের ৫ অক্টোবর শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’-এ অভিনয়ের মধ্য দিয়ে মাহিয়া মাহির চলচ্চিত্র অভিষেক ঘটে। একইসঙ্গে আত্মপ্রকাশ করে প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও নায়ক বাপ্পী। মাহি অভিনীত অন্য ছবির মধ্যে রয়েছে ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘অগ্নি-টু’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘অনেক দামে কেনা’। নির্মাণ চলতি চলচ্চিত্র হচ্ছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। চলতি মাসেই শুরু হচ্ছে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’।
সূত্র : জাগো নিউজ ও ইত্তেফাক