Select Page

বছরের প্রথম সিনেমা ‘জয় নগরের জমিদার’

বছরের প্রথম সিনেমা ‘জয় নগরের জমিদার’

চলতি বছরের প্রথম শুক্রবার কোনো ছবি মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেল আলোচনার বাইরে থাকা ‘জয় নগরের জমিদার’।

নাট্য নির্মাতা এম শাখাওয়াৎ হোসেন পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ইতালি প্রবাসী আবু সাঈদ খান। তিনি এই ছবির গল্পকার-প্রযোজকও বটে! ছবিতে তার বিপরীতে রানির ভূমিকায় আছেন টিভি অভিনেত্রী ফারজনা ছবি।

বাংলা ট্রিবিউনকে পরিচালক শাখাওয়াৎ বলেন, ‌‘ইতিহাস সমৃদ্ধ একটি সিনেমা এটি। নারীদের প্রতি জমিদারদের যে অসম্মানবোধ ছিল কিংবা তার বিপরীতে নারীরা যেভাবে দাঁড়িয়েছিল- সেই ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসবে এখানে। যেখানে একঝাঁক পরীক্ষিত অভিনয়শিল্পী কাজ করেছেন।’

অন্যদিকে প্রথম আলোকে ফারজানা ছবি বলেন, ‘জয়নগরের জমিদার’ মূলত নারী বিদ্রোহের গল্প। আমি এ চলচ্চিত্রে ‘বড় রানি’ চরিত্রে অভিনয় করেছি। নারীর মৌলিক অধিকার এবং নারীমুক্তির প্রয়াসে বড় রানি তথাকথিত জমিদারি প্রথার নির্যাতন ও নিপীড়নের বিরূদ্ধে সোচ্চার হয়ে সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলে। এটি আমার অভিনীত প্রথম বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। আর ২০২০ সালের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি এটি। এটি দিয়েই এ বছর যাত্রা শুরু করবে আমাদের প্রেক্ষাগৃহগুলো। একজন অভিনয়শিল্পী হিসেবে বড় পর্দায় অভিনয়ের আকাঙ্ক্ষা আমার বরাবরই ছিল। তাই এ কাজটি আমার অভিনয়জীবনের নতুন সংযোজন।

এতে আরও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, কাজল মজুমদার, শ্যামল জাকারিয়া, ম আ সালাম, কানিজ লিয়া প্রমুখ।

‘জয় নগরের জমিদার’ মুক্তি পেয়েছে ২২টি হলে।

https://www.youtube.com/watch?v=iq5fwD0mUOY&feature=emb_title


Leave a reply